Saturday, November 8, 2025

অভিশপ্ত কেদারযাত্রা কেড়েছে প্রাণ: প্রাক্তন লেফটেন্যান্টকে বিদায় কর্নেল স্ত্রীর

Date:

২৫ জুন লম্বা ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই উত্তরাখণ্ডে ১৫ জুন মর্মান্তিক চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল (Lt. Col.) রাজবীর সিং চৌহান। মঙ্গলবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে চোখের জলে ভাসলেন তাঁর লেফটেন্যান্ট কর্নেল (Lt. Col.) স্ত্রী দীপিকা চৌহান।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসেই ভারতীয় বায়ুসেনার পদ থেকে অবসর নেন রাজবীর চৌহান। মাত্র চারমাস আগে জমজ সন্তানের বাবা হন। কিন্তু বায়ুসেনার লেফটেন্যান্ট কর্নেল স্ত্রী ও নিজের ব্যস্ততার মাঝে সেই শুভ উৎসব উদযাপনই হয়নি। কথা ছিল ৩০ জুন বড় করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্তানদের আসাকে উদযাপন করবেন। কিন্তু তার ১৫ দিন আগেই সব স্বপ্ন শেষ।

চারধাম যাত্রা ২০২৫ সালে শুরু হওয়ার পরেই একের পর এক দুর্ঘটনা। চারধাম যাত্রায় পাঁচটি চপার দুর্ঘটনা। শুধুমাত্র কেদারনাথ (Kedarnath) যাত্রাতেই দুটি দুর্ঘটনা। তা সত্ত্বেও ডিজিসিএ (DGCA) বা উত্তরাখণ্ড প্রশাসন কেদার যাত্রায় কোনও লাগাম টানার কথা ভাবেনি। ১৫ জুনের দুর্ঘটনার পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে কেদারে বিমানে যাত্রা। অথচ এই সাবধানতা আগে থেকে অবলম্বন করা হলে অসময়ে স্বামী তথা কর্মক্ষেত্রের প্রাক্তন সঙ্গী রাজবীরকে হারাতে হত না দীপিকাকে।

মঙ্গলবার রাজস্থানের জয়পুরে রাজবীরের শেষকৃত্য অনুষ্ঠানের আগে প্রথা মেনে বায়ুসেনার (Indian Air Force) পোশাকে স্বামীকে শেষ শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট কর্নেল (Lt. Col.) দীপিকা চৌহান। যে রাজবীরের হাত ধরে সন্তানদের ভবিষ্যতের পরিকল্পনা করার কথা ছিল ভারতীয় বায়ুসেনার আধিকারিকের, সেই রাজবীরের ছবি হাতে তার কফিনের সামনে এদিন হাঁটতে হয়েছে দীপিকাকে। উপস্থিত বায়ুসেনার আধিকারিকরাও এক বাক্যে স্বীকার করেন বায়ুসেনার পাইলট হিসাবে রাজবীর ছিলেন অত্যন্ত দক্ষ। তা সত্ত্বেও দুর্ভাগ্যের কেদারযাত্রায় কীভাবে দুর্ঘটনা, তা তদন্তে হয়তো প্রকাশিত হবে। তবে তার ফলাফল প্রকাশের পরেও ফিরে আসবে না দুই ভারতীয় বায়ুসেনার আধিকারিকের সদ্য সন্তান সুখ পাওয়া দম্পতির জীবনে।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version