হঠাত্ই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিএবি(CAB) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়(Snehashis Ganguly)। মঙ্গলবার সকালে খাদ্যে বিষক্রিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। তবে পরিস্থিতি খুব একটা গুরুতর নয়। কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মঙ্গলবার সকাল আটটায় তাঁর শরীর অনেকটাই খারাপ হওয়ার ফলে, তাঁকে হাসপাতালে(Hospital) ভর্তি করতে হয়। আপাতত সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন সিএবি সভাপতি।
এই মুহূর্তে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ(BPTL) চলছে। সেই প্রতিযোগিতা নিয়ে এই মুহূর্তে সিএবির ব্যস্ততা তুঙ্গে রয়েছে। সোমবারও সিএবি-তে(CAB) উপস্থিত ছিলেন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়(Snehashis Ganguly)। সেখানে সোমবার রাত থেকেই থেকেই পেটে অস্বস্তি বোধ করতে শুরু করেন সিএবি সভাপতি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্যা আরও বাড়তে থাকে।
মঙ্গলবার বাড়াবাড়ি হলে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। এরপরই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে তাঁর পেটে গুরুতর খাদ্যে বিষক্রিয়া হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে এখন পরিস্থিতি আয়ত্তের মধ্যেই রয়েছে। তবে এখনই তাঁকে ছাড়া হবে কিনা তা নিয়ে কিছু জানানো হয়নি।
–
–
–
–
–
–
–
–
–
–
–