Saturday, November 8, 2025

মাত্র ৭ দিন আগে উদ্বোধন হয়েছিল। বিজেপি শাসিত অসমের (Assam) শিলচরে ভেঙে পড়ল হারাং ব্রিজ (Harang Bridge)। মঙ্গলবার গভীর রাতে কালাইন-শিলচরের রাস্তার ওপর ভাঙারপুরে হারাং নদীর ব্রিজ ভেঙে পড়ে। এর জেরে বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে সড়কপথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে প্রায় প্রতিটি জায়গায় একই ছবি। কেন্দ্রের সরকারের ভুরি ভুরি ভর্তুকি সত্ত্বেও দুর্নীতির মাত্রা এত বেশি যে সেতু থেকে রাস্তা – সাধারণ মানুষের পিছুই ছাড়ছে না বিপর্যয়।

ব্রিজের ওপর দিয়ে ২টি ট্রাক যাওয়ার সময় ভেঙে পড়লে ২টি ট্রাকও নদীতে পড়ে যায়। তবে প্রাণ বেঁচে গিয়েছেন ট্রাক চালক ও সঙ্গীরা। এই ঘটনায় বিশ্বশর্মার সরকারকে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

বিজেপিকে ধুয়ে দিয়ে তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা জানিয়েছেন, “অসমের (Assam) শিলচরে হারাং সেতু (Harang Bridge) উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে ভেঙে পড়ল। তদন্ত হবে না। বিতর্ক হবে না। ইস্তফার দাবি উঠবে না। মিডিয়া রে রে করে উঠবে না। কারণ, ওখানে বিজেপি সরকার। এটা বাংলায় ঘটলে এতক্ষণে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ইউনুস সরকারের শাসন জারি করার জন্যে হাঁউমাঁউ করতেন।”

মেরামতির জন্য মাসখানেক ধরে ৬ নম্বর জাতীয় সড়কের গামান ব্রিজ বন্ধ। ফলে বরাক উপত্যকা (Barak valley) হয়ে ত্রিপুরা ও মিজোরাম যাওয়ার সমস্ত গাড়ি শিলচর-কালাইন হয়ে যাচ্ছিল। এই কারণে হারাং ব্রিজটি গুরত্বপূর্ণ। বিজেপি শাসিত রাজ্যগুলি যে নাগরিক উন্নয়নে একেবারে জিরো ফের একবার প্রমাণিত এই সেতু ভাঙার ঘটনায়।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version