Sunday, November 9, 2025

মাত্র ৭ দিন আগে উদ্বোধন হয়েছিল। বিজেপি শাসিত অসমের (Assam) শিলচরে ভেঙে পড়ল হারাং ব্রিজ (Harang Bridge)। মঙ্গলবার গভীর রাতে কালাইন-শিলচরের রাস্তার ওপর ভাঙারপুরে হারাং নদীর ব্রিজ ভেঙে পড়ে। এর জেরে বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে সড়কপথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে প্রায় প্রতিটি জায়গায় একই ছবি। কেন্দ্রের সরকারের ভুরি ভুরি ভর্তুকি সত্ত্বেও দুর্নীতির মাত্রা এত বেশি যে সেতু থেকে রাস্তা – সাধারণ মানুষের পিছুই ছাড়ছে না বিপর্যয়।

ব্রিজের ওপর দিয়ে ২টি ট্রাক যাওয়ার সময় ভেঙে পড়লে ২টি ট্রাকও নদীতে পড়ে যায়। তবে প্রাণ বেঁচে গিয়েছেন ট্রাক চালক ও সঙ্গীরা। এই ঘটনায় বিশ্বশর্মার সরকারকে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

বিজেপিকে ধুয়ে দিয়ে তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা জানিয়েছেন, “অসমের (Assam) শিলচরে হারাং সেতু (Harang Bridge) উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে ভেঙে পড়ল। তদন্ত হবে না। বিতর্ক হবে না। ইস্তফার দাবি উঠবে না। মিডিয়া রে রে করে উঠবে না। কারণ, ওখানে বিজেপি সরকার। এটা বাংলায় ঘটলে এতক্ষণে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ইউনুস সরকারের শাসন জারি করার জন্যে হাঁউমাঁউ করতেন।”

মেরামতির জন্য মাসখানেক ধরে ৬ নম্বর জাতীয় সড়কের গামান ব্রিজ বন্ধ। ফলে বরাক উপত্যকা (Barak valley) হয়ে ত্রিপুরা ও মিজোরাম যাওয়ার সমস্ত গাড়ি শিলচর-কালাইন হয়ে যাচ্ছিল। এই কারণে হারাং ব্রিজটি গুরত্বপূর্ণ। বিজেপি শাসিত রাজ্যগুলি যে নাগরিক উন্নয়নে একেবারে জিরো ফের একবার প্রমাণিত এই সেতু ভাঙার ঘটনায়।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version