Sunday, November 9, 2025

প্রকাশিত হল মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফল, প্রথম দশের মেধাতালিকায় বদল

Date:

প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির (PPR and PPS) ফলাফল। বুধবার সকাল নটার পর পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটে (https://result.wbbsedata.com) রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করলেই এই ফলাফল দেখা যাচ্ছে। এদিন পিপিআর (Post Publication Review ) ও পিপিএস ( Post Publication Scrutiny) -এর রেজাল্ট বেরোতেই দেখা গেল প্রথম দশের মেধা তালিকায় রদবদল হয়েছে। আগে ৬৬ জন ছিলেন, এবার নতুন করে ৯ জন যোগ হওয়ায় এখন ৭৫ জন সেরা দশে জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে ৪ জনের র‍্যাঙ্ক পরিবর্তন হয়েছে বলে জানা গেছে। ফলাফল প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পর্ষদের (Madhyasiksha Parshad) তরফে জানানো হয় যে স্কুলগুলি নিজেদের স্কুল লগইন-এর মাধ্যমে পিডিএফ ফর্ম্যাটে একত্রে সব ছাত্রছাত্রীর পিপিআর/পিপিএস ফলাফল ডাউনলোড করা যাবে। এদিন রিভিউ ফল প্রকাশের পর দেখা গেল পূর্ব মেদিনীপুরের এক পরীক্ষার্থী যিনি চতুর্থ স্থানে ছিলেন তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এছাড়া অষ্টম স্থানে থাকা দুই পরীক্ষার্থীও নম্বর বাড়ার ফলে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন। শিক্ষামন্ত্রী জানান, সফর পরীক্ষার্থীদের মধ্যে ১২,৪৬৮ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। অসফলদের মধ্যে ১২৩৮ জনের।পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁদের নম্বর পরিবর্তিত হয়েছে তাঁরা আগামী সাত দিনের মধ্যে পুরনো রেজাল্ট জমা দিয়ে নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে সংগ্রহ করতে পারবে।

 

Related articles

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version