Saturday, August 23, 2025

হিন্দুমতে গৌরীকে বিয়ের পরই স্বমূর্তি ধারণ শাহরুখের, স্ত্রীকে বোরখা পরার নিদান!

Date:

বলিউডের রোম্যান্টিক আইকন শাহরুখ খানের (Shahrukh Khan) ব্যক্তিগত জীবনের গল্প গুলো কারোর অজানা নয়। কীভাবে ভিন্নধর্মের প্রেমিকাকে নিজের সহধর্মিনী করেছেন তিনি বা কিং খানের স্ট্রাগলের সময় কীভাবে পাশে থেকেছেন গৌরী, সেই সব কিছুই শাহরুখ (SRK) ভক্তদের ঠোটস্থ। তবে বিয়ের পর হঠাৎ করে বলিউড বাদশার ভোলবদল সম্পর্কে জানা আছে কি? অবাক হয়ে গেছিলেন গৌরীও।

মুসলিম ছেলের হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে ব্যাপারটা নয়ের দশকে অতটা সহজ ছিল না। কিন্তু সারা ভারতবর্ষের সিনে ইন্ডাস্ট্রিকে যিনি ভালবাসার পাঠ পড়ান, তিনি নিজের ভালবাসার লড়াই জিতবেন না তাও কি হয়! শাহরুখ প্রকৃতপক্ষে একজন জেন্টলম্যান। মহিলাদের কীভাবে শ্রদ্ধা সম্মান করতে হয়, সেটা বলিউড বাদশার কাছ থেকে শেখা উচিত বলে মনে করেন বিনোদন জগতের সব অভিনেত্রীরা। সেই শাহরুখ কিনা গৌরীর মাথায় সিঁদুর পরিয়ে সাতপাক ঘোরার পরই স্ত্রীকে বোরখা পরার নিদান দিয়েছিলেন? এখানেই শেষ নয়, হুট করে বিয়ের দিন দাবি করে বসেন, ধর্মান্তকরণ করা হবে গৌরীর।বিয়ের পর থেকে কেবল বোরখা পরবেন তাঁর হিন্দু স্ত্রী, পাশাপাশি রোজ নমাজ পাঠ বাধ্যতামূলক। ভয় পেয়ে গেছেন গৌরী। ভেবেছিলেন এতদিনের চেনা মানুষটা এরকম আচমকা বদলে গেল কী করে? তাহলে কি বিয়েটা ভেঙে যাবে? না সেটা হয়নি। নাম বদল করে আয়েশা রাখা হয়েছিল ঠিকই কিন্তু শাহরুখের স্ত্রীকে বোরখা পরে ঘুরতে হয় না। নমাজ পড়তেও হয় না তাঁকে। আসলে সবটাই কিং খানের রসবোধের ঝলক। খুনসুটি- দুষ্টুমি আর রসিকতায় যে শাহরুখের জুড়ি মেলা ভার সেটা সকলেই জানেন। তাহলে এমন মোক্ষম একটা গুণ নিজের স্ত্রীর ওপর প্রয়োগ করবেন না তাও কি হয়। তবে বিয়ের দিন শ্বশুরবাড়ির সঙ্গে ধর্মান্তরণের মতো বিষয় নিয়ে মজা করার জন্য কতটা সাহস লাগে সেটা আর আলাদা করে লিখে বোঝাতে হবে না। কিন্তু মানুষটার নাম যখন শাহরুখ খান (SRK) তখন এসব কোনও ব্যাপারই নয়। গৌরী এবং তাঁর পরিবার প্রথম দিকে খানিকটা অবাক হয়েছিলেন বটে কিন্তু অভিনেতা যে নিজেই বলেছেন, “বড়ে বড়ে দেশও মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রহেতি হ্যায়”।

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version