Tuesday, November 4, 2025

হিন্দুমতে গৌরীকে বিয়ের পরই স্বমূর্তি ধারণ শাহরুখের, স্ত্রীকে বোরখা পরার নিদান!

Date:

বলিউডের রোম্যান্টিক আইকন শাহরুখ খানের (Shahrukh Khan) ব্যক্তিগত জীবনের গল্প গুলো কারোর অজানা নয়। কীভাবে ভিন্নধর্মের প্রেমিকাকে নিজের সহধর্মিনী করেছেন তিনি বা কিং খানের স্ট্রাগলের সময় কীভাবে পাশে থেকেছেন গৌরী, সেই সব কিছুই শাহরুখ (SRK) ভক্তদের ঠোটস্থ। তবে বিয়ের পর হঠাৎ করে বলিউড বাদশার ভোলবদল সম্পর্কে জানা আছে কি? অবাক হয়ে গেছিলেন গৌরীও।

মুসলিম ছেলের হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে ব্যাপারটা নয়ের দশকে অতটা সহজ ছিল না। কিন্তু সারা ভারতবর্ষের সিনে ইন্ডাস্ট্রিকে যিনি ভালবাসার পাঠ পড়ান, তিনি নিজের ভালবাসার লড়াই জিতবেন না তাও কি হয়! শাহরুখ প্রকৃতপক্ষে একজন জেন্টলম্যান। মহিলাদের কীভাবে শ্রদ্ধা সম্মান করতে হয়, সেটা বলিউড বাদশার কাছ থেকে শেখা উচিত বলে মনে করেন বিনোদন জগতের সব অভিনেত্রীরা। সেই শাহরুখ কিনা গৌরীর মাথায় সিঁদুর পরিয়ে সাতপাক ঘোরার পরই স্ত্রীকে বোরখা পরার নিদান দিয়েছিলেন? এখানেই শেষ নয়, হুট করে বিয়ের দিন দাবি করে বসেন, ধর্মান্তকরণ করা হবে গৌরীর।বিয়ের পর থেকে কেবল বোরখা পরবেন তাঁর হিন্দু স্ত্রী, পাশাপাশি রোজ নমাজ পাঠ বাধ্যতামূলক। ভয় পেয়ে গেছেন গৌরী। ভেবেছিলেন এতদিনের চেনা মানুষটা এরকম আচমকা বদলে গেল কী করে? তাহলে কি বিয়েটা ভেঙে যাবে? না সেটা হয়নি। নাম বদল করে আয়েশা রাখা হয়েছিল ঠিকই কিন্তু শাহরুখের স্ত্রীকে বোরখা পরে ঘুরতে হয় না। নমাজ পড়তেও হয় না তাঁকে। আসলে সবটাই কিং খানের রসবোধের ঝলক। খুনসুটি- দুষ্টুমি আর রসিকতায় যে শাহরুখের জুড়ি মেলা ভার সেটা সকলেই জানেন। তাহলে এমন মোক্ষম একটা গুণ নিজের স্ত্রীর ওপর প্রয়োগ করবেন না তাও কি হয়। তবে বিয়ের দিন শ্বশুরবাড়ির সঙ্গে ধর্মান্তরণের মতো বিষয় নিয়ে মজা করার জন্য কতটা সাহস লাগে সেটা আর আলাদা করে লিখে বোঝাতে হবে না। কিন্তু মানুষটার নাম যখন শাহরুখ খান (SRK) তখন এসব কোনও ব্যাপারই নয়। গৌরী এবং তাঁর পরিবার প্রথম দিকে খানিকটা অবাক হয়েছিলেন বটে কিন্তু অভিনেতা যে নিজেই বলেছেন, “বড়ে বড়ে দেশও মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রহেতি হ্যায়”।

 

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version