Sunday, November 9, 2025

হিন্দুমতে গৌরীকে বিয়ের পরই স্বমূর্তি ধারণ শাহরুখের, স্ত্রীকে বোরখা পরার নিদান!

Date:

বলিউডের রোম্যান্টিক আইকন শাহরুখ খানের (Shahrukh Khan) ব্যক্তিগত জীবনের গল্প গুলো কারোর অজানা নয়। কীভাবে ভিন্নধর্মের প্রেমিকাকে নিজের সহধর্মিনী করেছেন তিনি বা কিং খানের স্ট্রাগলের সময় কীভাবে পাশে থেকেছেন গৌরী, সেই সব কিছুই শাহরুখ (SRK) ভক্তদের ঠোটস্থ। তবে বিয়ের পর হঠাৎ করে বলিউড বাদশার ভোলবদল সম্পর্কে জানা আছে কি? অবাক হয়ে গেছিলেন গৌরীও।

মুসলিম ছেলের হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে ব্যাপারটা নয়ের দশকে অতটা সহজ ছিল না। কিন্তু সারা ভারতবর্ষের সিনে ইন্ডাস্ট্রিকে যিনি ভালবাসার পাঠ পড়ান, তিনি নিজের ভালবাসার লড়াই জিতবেন না তাও কি হয়! শাহরুখ প্রকৃতপক্ষে একজন জেন্টলম্যান। মহিলাদের কীভাবে শ্রদ্ধা সম্মান করতে হয়, সেটা বলিউড বাদশার কাছ থেকে শেখা উচিত বলে মনে করেন বিনোদন জগতের সব অভিনেত্রীরা। সেই শাহরুখ কিনা গৌরীর মাথায় সিঁদুর পরিয়ে সাতপাক ঘোরার পরই স্ত্রীকে বোরখা পরার নিদান দিয়েছিলেন? এখানেই শেষ নয়, হুট করে বিয়ের দিন দাবি করে বসেন, ধর্মান্তকরণ করা হবে গৌরীর।বিয়ের পর থেকে কেবল বোরখা পরবেন তাঁর হিন্দু স্ত্রী, পাশাপাশি রোজ নমাজ পাঠ বাধ্যতামূলক। ভয় পেয়ে গেছেন গৌরী। ভেবেছিলেন এতদিনের চেনা মানুষটা এরকম আচমকা বদলে গেল কী করে? তাহলে কি বিয়েটা ভেঙে যাবে? না সেটা হয়নি। নাম বদল করে আয়েশা রাখা হয়েছিল ঠিকই কিন্তু শাহরুখের স্ত্রীকে বোরখা পরে ঘুরতে হয় না। নমাজ পড়তেও হয় না তাঁকে। আসলে সবটাই কিং খানের রসবোধের ঝলক। খুনসুটি- দুষ্টুমি আর রসিকতায় যে শাহরুখের জুড়ি মেলা ভার সেটা সকলেই জানেন। তাহলে এমন মোক্ষম একটা গুণ নিজের স্ত্রীর ওপর প্রয়োগ করবেন না তাও কি হয়। তবে বিয়ের দিন শ্বশুরবাড়ির সঙ্গে ধর্মান্তরণের মতো বিষয় নিয়ে মজা করার জন্য কতটা সাহস লাগে সেটা আর আলাদা করে লিখে বোঝাতে হবে না। কিন্তু মানুষটার নাম যখন শাহরুখ খান (SRK) তখন এসব কোনও ব্যাপারই নয়। গৌরী এবং তাঁর পরিবার প্রথম দিকে খানিকটা অবাক হয়েছিলেন বটে কিন্তু অভিনেতা যে নিজেই বলেছেন, “বড়ে বড়ে দেশও মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রহেতি হ্যায়”।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version