Tuesday, August 26, 2025

হিন্দুমতে গৌরীকে বিয়ের পরই স্বমূর্তি ধারণ শাহরুখের, স্ত্রীকে বোরখা পরার নিদান!

Date:

বলিউডের রোম্যান্টিক আইকন শাহরুখ খানের (Shahrukh Khan) ব্যক্তিগত জীবনের গল্প গুলো কারোর অজানা নয়। কীভাবে ভিন্নধর্মের প্রেমিকাকে নিজের সহধর্মিনী করেছেন তিনি বা কিং খানের স্ট্রাগলের সময় কীভাবে পাশে থেকেছেন গৌরী, সেই সব কিছুই শাহরুখ (SRK) ভক্তদের ঠোটস্থ। তবে বিয়ের পর হঠাৎ করে বলিউড বাদশার ভোলবদল সম্পর্কে জানা আছে কি? অবাক হয়ে গেছিলেন গৌরীও।

মুসলিম ছেলের হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে ব্যাপারটা নয়ের দশকে অতটা সহজ ছিল না। কিন্তু সারা ভারতবর্ষের সিনে ইন্ডাস্ট্রিকে যিনি ভালবাসার পাঠ পড়ান, তিনি নিজের ভালবাসার লড়াই জিতবেন না তাও কি হয়! শাহরুখ প্রকৃতপক্ষে একজন জেন্টলম্যান। মহিলাদের কীভাবে শ্রদ্ধা সম্মান করতে হয়, সেটা বলিউড বাদশার কাছ থেকে শেখা উচিত বলে মনে করেন বিনোদন জগতের সব অভিনেত্রীরা। সেই শাহরুখ কিনা গৌরীর মাথায় সিঁদুর পরিয়ে সাতপাক ঘোরার পরই স্ত্রীকে বোরখা পরার নিদান দিয়েছিলেন? এখানেই শেষ নয়, হুট করে বিয়ের দিন দাবি করে বসেন, ধর্মান্তকরণ করা হবে গৌরীর।বিয়ের পর থেকে কেবল বোরখা পরবেন তাঁর হিন্দু স্ত্রী, পাশাপাশি রোজ নমাজ পাঠ বাধ্যতামূলক। ভয় পেয়ে গেছেন গৌরী। ভেবেছিলেন এতদিনের চেনা মানুষটা এরকম আচমকা বদলে গেল কী করে? তাহলে কি বিয়েটা ভেঙে যাবে? না সেটা হয়নি। নাম বদল করে আয়েশা রাখা হয়েছিল ঠিকই কিন্তু শাহরুখের স্ত্রীকে বোরখা পরে ঘুরতে হয় না। নমাজ পড়তেও হয় না তাঁকে। আসলে সবটাই কিং খানের রসবোধের ঝলক। খুনসুটি- দুষ্টুমি আর রসিকতায় যে শাহরুখের জুড়ি মেলা ভার সেটা সকলেই জানেন। তাহলে এমন মোক্ষম একটা গুণ নিজের স্ত্রীর ওপর প্রয়োগ করবেন না তাও কি হয়। তবে বিয়ের দিন শ্বশুরবাড়ির সঙ্গে ধর্মান্তরণের মতো বিষয় নিয়ে মজা করার জন্য কতটা সাহস লাগে সেটা আর আলাদা করে লিখে বোঝাতে হবে না। কিন্তু মানুষটার নাম যখন শাহরুখ খান (SRK) তখন এসব কোনও ব্যাপারই নয়। গৌরী এবং তাঁর পরিবার প্রথম দিকে খানিকটা অবাক হয়েছিলেন বটে কিন্তু অভিনেতা যে নিজেই বলেছেন, “বড়ে বড়ে দেশও মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রহেতি হ্যায়”।

 

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version