Saturday, December 20, 2025

Kesari Chapter 2: বাংলার স্বাধীনতা সংগ্রামকে বিকৃত করার তীব্র বিরোধিতা তৃণমূলের, ফিল্ম সংশোধনের দাবি

Date:

Share post:

বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘কেশরী চ্যাপ্টার-২’ (Kesari Chapter 2)। হলে ছবি তেমন না চললেও এবার ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। আৎ তার পরেও তুমুল সমালোচনার ঝড়। বিধাননগর থানায় ৭ প্রযোজকের বিরুদ্ধে BNS-এর একাধিক ধারায় এফআইআর করা হয়েছে, জানিয়েছেন বিধাননগর কমিশনারেটের ডিসি হেড কোয়ার্টার অনীশ সরকার। এই বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূলও। বুধবার, তৃণমূল (TMC) ভবনের সাংবাদিক বৈঠক থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিকৃত করার তীব্র প্রতিবাদ করেন।

বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করে তৈরি করণ সিং ত্যাগীর ছবি ‘কেশরী চ্যাপ্টার-২’ (Kesari Chapter 2) এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। বাংলাকে হেয় করার চক্রান্ত এই প্রথম নয়, কেন্দ্রের বিজেপি সরকার বারবার নানাভাবে বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে টানাপোড়েন চালিয়েছে। এবার তা সীমাহীন। অক্ষয় কুমার, আর মহাদেবন, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে অভিনীত ছবিতে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করা হয়েছে। মেদিনীপুরের ভূমিপুত্র শহিদ ক্ষুদিরাম বসুর পদবি পাল্টে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের নাম-পদবি বদলে গিয়ে হয়েছে ‘বারীন কুমার‘। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য তাঁদের বোমা বাঁধতে শিখিয়েছিলেন যে হেমচন্দ্র কানুনগো, তাঁর জায়গায় কৃপাল সিং নামে একটি চরিত্র নিয়ে আসা হয়েছে। ছবিটি তৈরি হয়েছে ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পারার বাই রঘু পালাত অ্যান্ড পুষ্পা পালাত’ বইটির গল্পকে ভিত্তি করে। লিখেছেন করণ সিং ত্যাগী, অমৃত পাল সিং বিন্দ্রা। করণ সিং নিজেই ছবির পরিচালক। এই ছবির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর হয়েছে।
আরও খবরসাতদিনে ভাঙল সেতু! ডবল ইঞ্জিন অসমের শিলচরে ‘উন্নয়নের’ নমুনা

এই বিষয় নিয়ে এদিন তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষ বলেন, সেখানে বাঙালী বিপ্লবীদের যে ভাবে বিকৃত করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলার মানুষ। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে ক্ষুদিরাম বসুকে সিং, বারিন ঘোষকে কুমার করা হয়েছে। বাংলার ইতিহাসের বিকৃতির তীব্র বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে ছবি সংশোধন করে রি-রিলিজের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

spot_img

Related articles

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...