Tuesday, November 4, 2025

Kesari Chapter 2: বাংলার স্বাধীনতা সংগ্রামকে বিকৃত করার তীব্র বিরোধিতা তৃণমূলের, ফিল্ম সংশোধনের দাবি

Date:

Share post:

বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘কেশরী চ্যাপ্টার-২’ (Kesari Chapter 2)। হলে ছবি তেমন না চললেও এবার ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। আৎ তার পরেও তুমুল সমালোচনার ঝড়। বিধাননগর থানায় ৭ প্রযোজকের বিরুদ্ধে BNS-এর একাধিক ধারায় এফআইআর করা হয়েছে, জানিয়েছেন বিধাননগর কমিশনারেটের ডিসি হেড কোয়ার্টার অনীশ সরকার। এই বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূলও। বুধবার, তৃণমূল (TMC) ভবনের সাংবাদিক বৈঠক থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিকৃত করার তীব্র প্রতিবাদ করেন।

বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করে তৈরি করণ সিং ত্যাগীর ছবি ‘কেশরী চ্যাপ্টার-২’ (Kesari Chapter 2) এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। বাংলাকে হেয় করার চক্রান্ত এই প্রথম নয়, কেন্দ্রের বিজেপি সরকার বারবার নানাভাবে বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে টানাপোড়েন চালিয়েছে। এবার তা সীমাহীন। অক্ষয় কুমার, আর মহাদেবন, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে অভিনীত ছবিতে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করা হয়েছে। মেদিনীপুরের ভূমিপুত্র শহিদ ক্ষুদিরাম বসুর পদবি পাল্টে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের নাম-পদবি বদলে গিয়ে হয়েছে ‘বারীন কুমার‘। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য তাঁদের বোমা বাঁধতে শিখিয়েছিলেন যে হেমচন্দ্র কানুনগো, তাঁর জায়গায় কৃপাল সিং নামে একটি চরিত্র নিয়ে আসা হয়েছে। ছবিটি তৈরি হয়েছে ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পারার বাই রঘু পালাত অ্যান্ড পুষ্পা পালাত’ বইটির গল্পকে ভিত্তি করে। লিখেছেন করণ সিং ত্যাগী, অমৃত পাল সিং বিন্দ্রা। করণ সিং নিজেই ছবির পরিচালক। এই ছবির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর হয়েছে।
আরও খবরসাতদিনে ভাঙল সেতু! ডবল ইঞ্জিন অসমের শিলচরে ‘উন্নয়নের’ নমুনা

এই বিষয় নিয়ে এদিন তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষ বলেন, সেখানে বাঙালী বিপ্লবীদের যে ভাবে বিকৃত করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলার মানুষ। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে ক্ষুদিরাম বসুকে সিং, বারিন ঘোষকে কুমার করা হয়েছে। বাংলার ইতিহাসের বিকৃতির তীব্র বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে ছবি সংশোধন করে রি-রিলিজের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

spot_img

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...