Sunday, January 11, 2026

Kesari Chapter 2: বাংলার স্বাধীনতা সংগ্রামকে বিকৃত করার তীব্র বিরোধিতা তৃণমূলের, ফিল্ম সংশোধনের দাবি

Date:

Share post:

বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘কেশরী চ্যাপ্টার-২’ (Kesari Chapter 2)। হলে ছবি তেমন না চললেও এবার ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। আৎ তার পরেও তুমুল সমালোচনার ঝড়। বিধাননগর থানায় ৭ প্রযোজকের বিরুদ্ধে BNS-এর একাধিক ধারায় এফআইআর করা হয়েছে, জানিয়েছেন বিধাননগর কমিশনারেটের ডিসি হেড কোয়ার্টার অনীশ সরকার। এই বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূলও। বুধবার, তৃণমূল (TMC) ভবনের সাংবাদিক বৈঠক থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিকৃত করার তীব্র প্রতিবাদ করেন।

বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করে তৈরি করণ সিং ত্যাগীর ছবি ‘কেশরী চ্যাপ্টার-২’ (Kesari Chapter 2) এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। বাংলাকে হেয় করার চক্রান্ত এই প্রথম নয়, কেন্দ্রের বিজেপি সরকার বারবার নানাভাবে বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে টানাপোড়েন চালিয়েছে। এবার তা সীমাহীন। অক্ষয় কুমার, আর মহাদেবন, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে অভিনীত ছবিতে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করা হয়েছে। মেদিনীপুরের ভূমিপুত্র শহিদ ক্ষুদিরাম বসুর পদবি পাল্টে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের নাম-পদবি বদলে গিয়ে হয়েছে ‘বারীন কুমার‘। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য তাঁদের বোমা বাঁধতে শিখিয়েছিলেন যে হেমচন্দ্র কানুনগো, তাঁর জায়গায় কৃপাল সিং নামে একটি চরিত্র নিয়ে আসা হয়েছে। ছবিটি তৈরি হয়েছে ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পারার বাই রঘু পালাত অ্যান্ড পুষ্পা পালাত’ বইটির গল্পকে ভিত্তি করে। লিখেছেন করণ সিং ত্যাগী, অমৃত পাল সিং বিন্দ্রা। করণ সিং নিজেই ছবির পরিচালক। এই ছবির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর হয়েছে।
আরও খবরসাতদিনে ভাঙল সেতু! ডবল ইঞ্জিন অসমের শিলচরে ‘উন্নয়নের’ নমুনা

এই বিষয় নিয়ে এদিন তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষ বলেন, সেখানে বাঙালী বিপ্লবীদের যে ভাবে বিকৃত করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলার মানুষ। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে ক্ষুদিরাম বসুকে সিং, বারিন ঘোষকে কুমার করা হয়েছে। বাংলার ইতিহাসের বিকৃতির তীব্র বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে ছবি সংশোধন করে রি-রিলিজের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...