মাওবাদী মুক্তই লক্ষ্য! অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও ওড়িশার (Odissa) সীমান্ত এলাকায় নিরাপত্তাবাহিনীর অভিযানে নিকেশ শীর্ষ মাওবাদী (Maoist) নেতা সহ ৩। নিহত শীর্ষ মাওবাদী নেতা গজারলা রবি ওরফে উদয় অন্ধ্র-ওড়িশা সীমান্ত বিশেষ জোনাল কমিটির কৌশলবিদ ছিলেন। প্রায় ৪০ বছর ধরে মাওবাদী আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। গেরিলা যুদ্ধ-আইইডি মোতায়েনের ভূমিকার জন্য পরিচিত ছিলেন রবি। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।
বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) গ্রেহাউন্ডস, সিআরপিএফ এবং ছত্তিশগড় পুলিশ যৌথভাবে পূর্ব গোদাবরী জেলার মারেদুমিল্লি জঙ্গলে অভিযান চালায়। চলে ধুন্ধুমার গুলির লড়াই। মৃত্যু হয় ৩ মাওবাদীর। নিহত হয়েছে বিশেষ জোনাল কমিটির সদস্য ও পূর্ব বিভাগের সম্পাদক অরুণা। তিনি মাওবাদী মহিলা শাখার দায়িত্বে ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা। অঞ্জু নামে আরেক ক্যাডারের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। পুলিশ (Police) ঘটনাস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।
আরও খবর: ওড়িশা জুড়ে চওড়া হচ্ছে কলেরার থাবা, আক্রান্ত দুহাজারের বেশি!
–
–
–
–
–
–
–
–
–
–
–
–