Thursday, August 21, 2025

রাজ্যে মাগুর-সহ সমস্ত হাইব্রিড (hybrid) প্রজাতির মাছের চাষ নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী (Biplab Roy Chowdhury)। তিনি বলেন, “এই ধরনের মাছ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। উৎপাদন ও বিক্রি বন্ধে জন প্রতিনিধিদের সচেতনতা বাড়াতে হবে।”

মন্ত্রী জানান, বিলুপ্তপ্রায় ৩৩টি দেশি প্রজাতির মাছ সংরক্ষণের জন্য ‘অভয় পুকুর’ প্রকল্প নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, মালদা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার সরকারি জলাশয়ে ১৮ লক্ষ টাকা ব্যয়ে ৬টি ইউনিট (unit) গড়া হয়েছে। আগামী বছরে আরও ১২টি ইউনিট স্থাপন হবে।

রাজ্যে মাছ উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির ওপর জোর দিচ্ছে সরকার। ২০২৩-২৪ সালে যেখানে বিদেশে রপ্তানি হয়েছিল ১.৪২ লক্ষ মেট্রিক টন মাছ, ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়েছে ১.৪৫ লক্ষ মেট্রিক টন। একইসঙ্গে, আন্তঃরাজ্য আমদানি কমাতে ২২৪ হেক্টর জলাশয়ে বড় মাছের চাষে মৎস্য সমবায় ও স্বনির্ভর গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে।

গভীর সমুদ্রে মাছ ধরার নিরাপত্তায় ৫০০টি ট্রলারে বসানো হয়েছে ISRO-র  তৈরি দ্বিমুখী এমএসএস ট্রান্সপন্ডার। মৎস্যজীবীদের জন্য বিমা ও পরিচয়পত্র প্রকল্পের অগ্রগতির পাশাপাশি, ২০২৩-২৫ সালে ৭১ হাজার মৎস্যজীবীকে মাছচাষ ও প্রক্রিয়াকরণে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “মৎস্যজীবীদের আয় বাড়াতে রাজ্য মাছ উৎপাদনে স্বনির্ভর ও রপ্তানিমুখী হতে চায়।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version