Monday, August 25, 2025

বদলে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরুর দিনক্ষণ, নতুন তারিখ ঘোষণা গিল্ডের

Date:

বছরভর অপেক্ষায় থাকা বইপ্রেমী বাঙালির ক্যালেন্ডারে নতুন বছরের কলকাতা বইমেলার (International Kolkata Book Fair 2026) দিনক্ষণ বদল। বৃহস্পতিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড (Publishers & Booksellers Guild) জানিয়ে দিল বিগত বছরগুলোর মতো আগামী ২০২৬ এ জানুয়ারি মাসের শেষে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (IKBF) শুরু হচ্ছে না। বরং বই উৎসব শুরুর দিনক্ষণ একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে।

আগামী বছর বইমেলার প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ। অন্যান্য বছরের মতো সল্টলেকের বইমেলা প্রাঙ্গণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সূচনা হবে। তবে তারিখে বদল এসেছে। গিল্ড জানিয়েছে, আগামী বছর ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে কলকাতা বইমেলা, চলবে ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত। অর্থাৎ টানা বারো দিন ধরে দুপুর থেকে রাত পর্যন্ত নতুন গন্ধ মাখা বইয়ের পাতায় হারিয়ে যাওয়ার সুযোগ সাহিত্য অনুরাগী থেকে আমজনতার। ২০২৫ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুরু হয়েছিল ২৮ জানুয়ারি। কিন্তু আগামী বছর তা আরও ছদিন এগিয়ে এসেছে। এই প্রসঙ্গে পাবলিশার্স অ্যান্ড গিল্ড-এর সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, “এই বছর যেহেতু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তার জন্যই আমরা বইমেলার দিন একটু এগিয়ে এনেছি । আর সে কারণেই জানুয়ারি মাসের শেষ সপ্তাহের আগে আমরা বইমেলা করছি।”

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version