Wednesday, November 5, 2025

সাম্প্রদায়িক ঘৃণা ছড়াতে বিজেপির ‘বেঙ্গল ফাইলস’! গর্জে উঠলো দেশ বাঁচাও গণমঞ্চ

Date:

যে সম্প্রদায়িক সম্প্রীতির ধারা যুগের পর যুগ ধরে বাংলা বজায় রেখে চলেছে সেখানেই নতুন ভাবে ঘুন ধরাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেন তেন প্রকারে বাংলার সাম্প্রদায়িক ঐক্যে ফাটল ধরানোই তাদের উদ্দেশ্য। ফের একবার তা প্রমাণিত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘বেঙ্গল ফাইলস’ (Bengal Files) চলচ্চিত্রে। এই অভিযোগ তুলে ফের একবার বিজেপির সাম্প্রদায়িকতার নীতির বিরুদ্ধে সরব দেশ বাঁচাও গণমঞ্চ।

গণমঞ্চের তরফে একটি সাংবাদিক বৈঠকে দাবি করা হয়, যে কোনও নির্বাচনের আগে সাম্প্রদায়িক হিংসার রাজনীতি করা বিজেপির একটা পুরনো রাজনৈতিক ছক। এর আগে বিভিন্ন রাজ্যে তারা এই কৌশল খাটিয়েছে। এই রাজ্যেও এবার ভোটের (Assembly Election) আগে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে বিজেপি নেতারা কোমর বেঁধে নেমেছেন। প্রতিদিন বিজেপি নেতারা যে ধরনের উসকানিমূলক বক্তব্য রাখছেন সেগুলিই এর প্রমাণ।

বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) এর আগেও ‘কাশ্মীর ফাইলস’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সেই চলচ্চিত্রটি যারাই দেখেছেন তারাই বুঝবেন সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ছড়ানো সেই চলচ্চিত্রটির অন্য কোনও উদ্দেশ্য ছিল না। ঠিক সেই কারণেই সংঘ এবং বিজেপি মহলে ওই চলচ্চিত্রটি বহুল প্রশংসিত হয়েছিল। একই কারণে বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার চলচ্চিত্রটিকে করমুক্ত করেছিল। চলচ্চিত্রটি বিজেপি সংঘের মেরুকরণে অক্সিজেন জুগিয়েছিল। এবার এই ‘বেঙ্গল ফাইলস’-এর (Bengal Files) টিজার দেখে বোঝা যাচ্ছে, ২০২৬-এর বিধানসভা ভোটের (Assembly Election) আগে ধর্মীয় মেরুকরণের পাশাপাশি বাংলাকে কালিমালিপ্ত করার খেলাও বিজেপি শুরু করেছে।

সেই সঙ্গে সাম্প্রতিক উদাহরণ তুলে ধরে দাবি করা হয় বিজেপির এই বাঙালি বিদ্বেষ অবশ্য নতুন নয়। এর আগেই আমরা দেখেছি ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের (migrant labour) ‘বাংলাদেশী’ তকমা দিয়ে মারধর করা হয়েছে। এই অত্যাচার সম্প্রতি আরও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বেশ কয়েকজন বাঙালি শ্রমিককে বাংলায় কথা বলার অপরাধে বৈধ পরিচয় পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশী তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে অবশ্য তারা বৈধ পরিচয়পত্রের জোরেই ফিরে আসতে পেরেছেন।

বিজেপির এই ধর্মীয় উসকানির ষড়যন্ত্র যাতে সফল না হয়, তার বিরুদ্ধে বাংলার মানুষকে গর্জে ওঠার আহ্বান জানায় দেশ বাঁচাও গণমঞ্চ (Desh Banchao Ganomancho)। চলচ্চিত্রের মধ্যে দিয়ে যে রাজনীতি নোংরাভাবে পরিবেশন করছে বিজেপি, তাকে সমূলে উপড়ে ফেলার আহ্বান জানান তাঁরা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version