এসএসসি(SSC) নিয়োগ কাণ্ডে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা(Amrita Sinha)। শুক্রবার জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। ততদিন শিক্ষাকর্মীরা কোনও ভাতা পাবেন না। এরপরই ফের বিরোধীদের দিকে আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

তীব্র আক্রমণ করে কুণাল(Kunal Ghosh) জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার চাকরি গিয়েছিল। তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল পৈশাচিক আনন্দ করেছিলেন। মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন তাঁদের, যাদের জীবনের ওপর যন্ত্রণা নেমে এল। রিভিউ পিটিশন হচ্ছে। পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে। এবং তার পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলি পথে বসেছিল তাঁদের সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়েও আপত্তি করা হল। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ভাতার ওপরেও স্থগিতাদেশ জারি করলেন। মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি, গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা , তাঁদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল? এদের দেখুন! এদের চিহ্নিত করুন! কোর্টকে শ্রদ্ধা করি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি। বিচারপতিদের শ্রদ্ধা করি। রাজ্য সরকার কী করবে তা রাজ্য সরকার দেখবে। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। কে পাশে থাকে আর কারা চাকরি খাব, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, লোককে কষ্ট দিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে।”

–

–

–

–

–

–
–

–

–
–
–
–
–