Sunday, November 9, 2025

স্ত্রীকে উপহার দিতে সোনার দোকানে ৯৩ বছরের বৃদ্ধ, মঙ্গলসূত্রের দাম নিলেন না দোকানদার 

Date:

বয়স বাড়লে ভালবাসা কমে না, বরং একে অন্যকে আঁকড়ে ধরে জীবনের বাকি দিনগুলোকে স্মরণীয় করে রাখার চেষ্টা চলে অবিরাম। দাম্পত্যে ক্রমবর্ধমান দূরত্ব আর বিবাহবিচ্ছেদের অস্থির সময় দাঁড়িয়ে এক মন ভালো করা ভিডিওর দেখা মিলল সোশ্যাল মিডিয়ায় (Viral video in Social media)। যেখানে ৯৩ বছরের এক বৃদ্ধের তাঁর স্ত্রীর প্রতি ভালবাসার নিদর্শন দেখে আবেগে চোখ ভিজেছে নেটপাড়ার। ঘটনাস্থল মহারাষ্ট্রের (Maharashtra) ছত্রপতি সম্ভাজিনগর। সেখানকার এক সোনার দোকানে বৃদ্ধা সহধর্মিনীকে নিয়ে কাঁপাকাঁপা হাতে প্রবেশ করতে দেখা যায় ৯৩ বছরের এক বৃদ্ধকে। উদ্দেশ্য ছিল স্ত্রীকে একটি মঙ্গলসূত্র কিনে দেবেন। কিন্তু তারপর যা হল, সত্যিই অবিশ্বাস্য।

বৃদ্ধ দম্পতির নাম নিভৃত্তি শিন্ডে ও শান্তাবাই (Nivritti Shinde and Shantabai)। সাদা ধুতি-কুর্তা ও মাথায় টুপি পরে ওই বৃদ্ধ স্বর্ণালঙ্কারের দোকানে গিয়ে মঙ্গলসূত্র দেখতে শুরু করেন। দোকানদার তাঁদের বাজেট জানতে চাইলে, শান্তাবাই ১,১২০ টাকা বের করেন। বিক্রেতা প্রথমে ভেবেছিলেন বোধহয় এই দম্পতি সাহায্য চাইতে এসেছেন। কিন্তু ৯৩ বছরে বয়সী নিভৃত্তি জানান, স্ত্রীকে ভালবাসার উপহার হিসেবে একটি মঙ্গলসূত্র দিতে চান তিনি। এভাবেই হাতে হাত ধরে বাকি জীবনটা কাটাবার আশাও রাখেন। এরপর মুহুর্তের জন্য স্তব্ধ হয়ে যান দোকানদার। খানিকক্ষণ পর মজা করার জন্য বলেন, “এত টাকা”? এতে বৃদ্ধ খানিকটা অপ্রস্তুত হয়ে পকেটে হাত ঢুকিয়ে কিছু খুচরো টাকা বের করার চেষ্টা করতেই দোকানদার পুরো টাকাটাই তাঁদের ফেরত দিয়ে দেন। জালনা জেলার আমভোরা জাহাগির গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ দম্পতির একে অন্যের প্রতি টান আর ভালবাসায় মুগ্ধ হয়ে মাত্র ২০ টাকার বিনিময়ে দোকানদার মঙ্গলসূত্রটি তাঁদের দিয়ে দেন। মন ভালো করা এই ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version