Wednesday, August 20, 2025

স্ত্রীকে উপহার দিতে সোনার দোকানে ৯৩ বছরের বৃদ্ধ, মঙ্গলসূত্রের দাম নিলেন না দোকানদার 

Date:

বয়স বাড়লে ভালবাসা কমে না, বরং একে অন্যকে আঁকড়ে ধরে জীবনের বাকি দিনগুলোকে স্মরণীয় করে রাখার চেষ্টা চলে অবিরাম। দাম্পত্যে ক্রমবর্ধমান দূরত্ব আর বিবাহবিচ্ছেদের অস্থির সময় দাঁড়িয়ে এক মন ভালো করা ভিডিওর দেখা মিলল সোশ্যাল মিডিয়ায় (Viral video in Social media)। যেখানে ৯৩ বছরের এক বৃদ্ধের তাঁর স্ত্রীর প্রতি ভালবাসার নিদর্শন দেখে আবেগে চোখ ভিজেছে নেটপাড়ার। ঘটনাস্থল মহারাষ্ট্রের (Maharashtra) ছত্রপতি সম্ভাজিনগর। সেখানকার এক সোনার দোকানে বৃদ্ধা সহধর্মিনীকে নিয়ে কাঁপাকাঁপা হাতে প্রবেশ করতে দেখা যায় ৯৩ বছরের এক বৃদ্ধকে। উদ্দেশ্য ছিল স্ত্রীকে একটি মঙ্গলসূত্র কিনে দেবেন। কিন্তু তারপর যা হল, সত্যিই অবিশ্বাস্য।

বৃদ্ধ দম্পতির নাম নিভৃত্তি শিন্ডে ও শান্তাবাই (Nivritti Shinde and Shantabai)। সাদা ধুতি-কুর্তা ও মাথায় টুপি পরে ওই বৃদ্ধ স্বর্ণালঙ্কারের দোকানে গিয়ে মঙ্গলসূত্র দেখতে শুরু করেন। দোকানদার তাঁদের বাজেট জানতে চাইলে, শান্তাবাই ১,১২০ টাকা বের করেন। বিক্রেতা প্রথমে ভেবেছিলেন বোধহয় এই দম্পতি সাহায্য চাইতে এসেছেন। কিন্তু ৯৩ বছরে বয়সী নিভৃত্তি জানান, স্ত্রীকে ভালবাসার উপহার হিসেবে একটি মঙ্গলসূত্র দিতে চান তিনি। এভাবেই হাতে হাত ধরে বাকি জীবনটা কাটাবার আশাও রাখেন। এরপর মুহুর্তের জন্য স্তব্ধ হয়ে যান দোকানদার। খানিকক্ষণ পর মজা করার জন্য বলেন, “এত টাকা”? এতে বৃদ্ধ খানিকটা অপ্রস্তুত হয়ে পকেটে হাত ঢুকিয়ে কিছু খুচরো টাকা বের করার চেষ্টা করতেই দোকানদার পুরো টাকাটাই তাঁদের ফেরত দিয়ে দেন। জালনা জেলার আমভোরা জাহাগির গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ দম্পতির একে অন্যের প্রতি টান আর ভালবাসায় মুগ্ধ হয়ে মাত্র ২০ টাকার বিনিময়ে দোকানদার মঙ্গলসূত্রটি তাঁদের দিয়ে দেন। মন ভালো করা এই ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...
Exit mobile version