Wednesday, August 20, 2025

স্ত্রীকে উপহার দিতে সোনার দোকানে ৯৩ বছরের বৃদ্ধ, মঙ্গলসূত্রের দাম নিলেন না দোকানদার 

Date:

বয়স বাড়লে ভালবাসা কমে না, বরং একে অন্যকে আঁকড়ে ধরে জীবনের বাকি দিনগুলোকে স্মরণীয় করে রাখার চেষ্টা চলে অবিরাম। দাম্পত্যে ক্রমবর্ধমান দূরত্ব আর বিবাহবিচ্ছেদের অস্থির সময় দাঁড়িয়ে এক মন ভালো করা ভিডিওর দেখা মিলল সোশ্যাল মিডিয়ায় (Viral video in Social media)। যেখানে ৯৩ বছরের এক বৃদ্ধের তাঁর স্ত্রীর প্রতি ভালবাসার নিদর্শন দেখে আবেগে চোখ ভিজেছে নেটপাড়ার। ঘটনাস্থল মহারাষ্ট্রের (Maharashtra) ছত্রপতি সম্ভাজিনগর। সেখানকার এক সোনার দোকানে বৃদ্ধা সহধর্মিনীকে নিয়ে কাঁপাকাঁপা হাতে প্রবেশ করতে দেখা যায় ৯৩ বছরের এক বৃদ্ধকে। উদ্দেশ্য ছিল স্ত্রীকে একটি মঙ্গলসূত্র কিনে দেবেন। কিন্তু তারপর যা হল, সত্যিই অবিশ্বাস্য।

বৃদ্ধ দম্পতির নাম নিভৃত্তি শিন্ডে ও শান্তাবাই (Nivritti Shinde and Shantabai)। সাদা ধুতি-কুর্তা ও মাথায় টুপি পরে ওই বৃদ্ধ স্বর্ণালঙ্কারের দোকানে গিয়ে মঙ্গলসূত্র দেখতে শুরু করেন। দোকানদার তাঁদের বাজেট জানতে চাইলে, শান্তাবাই ১,১২০ টাকা বের করেন। বিক্রেতা প্রথমে ভেবেছিলেন বোধহয় এই দম্পতি সাহায্য চাইতে এসেছেন। কিন্তু ৯৩ বছরে বয়সী নিভৃত্তি জানান, স্ত্রীকে ভালবাসার উপহার হিসেবে একটি মঙ্গলসূত্র দিতে চান তিনি। এভাবেই হাতে হাত ধরে বাকি জীবনটা কাটাবার আশাও রাখেন। এরপর মুহুর্তের জন্য স্তব্ধ হয়ে যান দোকানদার। খানিকক্ষণ পর মজা করার জন্য বলেন, “এত টাকা”? এতে বৃদ্ধ খানিকটা অপ্রস্তুত হয়ে পকেটে হাত ঢুকিয়ে কিছু খুচরো টাকা বের করার চেষ্টা করতেই দোকানদার পুরো টাকাটাই তাঁদের ফেরত দিয়ে দেন। জালনা জেলার আমভোরা জাহাগির গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ দম্পতির একে অন্যের প্রতি টান আর ভালবাসায় মুগ্ধ হয়ে মাত্র ২০ টাকার বিনিময়ে দোকানদার মঙ্গলসূত্রটি তাঁদের দিয়ে দেন। মন ভালো করা এই ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...
Exit mobile version