শিশুপুষ্টি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ২০১৭ সালের পর থেকে বন্ধ, এমনটাই জানালেন নারী ও শিশু বিকাশ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। শুক্রবার বিধানসভায় হুগলির কিছু আইসিডিএস কেন্দ্র বন্ধ থাকার অভিযোগের প্রেক্ষিতে প্রশ্নোত্তর পর্বে এই অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক।জবাবে মন্ত্রী জানান, “হুগলিতে কোনও আইসিডিএস কেন্দ্র বন্ধ হয়নি। বর্তমানে সেখানে ৬৭০৮টি কেন্দ্র চালু রয়েছে।” তিনি আরও বলেন, কেন্দ্রের সঙ্গে যৌথভাবে চলা পুষ্টি কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে বহুবার আবেদন জানানো হয়েছে। কিন্তু ২০১৭ সালে নির্ধারিত পরিমাণই এখন পর্যন্ত বহাল আছে।
মন্ত্রী শশী পাঁজা বলেন, “২০১৪-১৫ সালের পর কেন্দ্রের চাইল্ড বাজেট ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশে নামানো হয়েছে। এই বঞ্চনার মধ্যেই রাজ্য সরকার লড়াই করে যাচ্ছে। আমরা মর্নিং স্ন্যাক্স দিচ্ছি, পুষ্টি পাউডার না থাকলে ছাতু সরবরাহ করছি যাতে ক্যালোরি ঠিক থাকে।”রাজ্যের তরফে কেন্দ্রের কাছে পুনরায় শিশু পুষ্টি বাজেট বাড়ানোর আবেদন জানানো হয়েছে বলেও বিধানসভায় জানান মন্ত্রী।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–