Monday, August 11, 2025

সমাজমাধ্যমে মৃত নাবালিকার পরিচয় প্রকাশ! বিজেপি নেতা মালব্যকে শোকজ নোটিশ WBCPCR

Date:

যৌন হেনস্থা অভিযোগ, মৃত্যু নাবালিকার। সেই নাবালিকার নাম-পরিচয় সমাজ প্রকাশ করে দেন বিজেপি (BJP) নেতা অমিত মালব্য (Amit Malviya)। এই অভিযোগে তাঁকে শোকজ নোটিশ পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন (WBCPCR)। অভিযোগ, জুভেনাইল জাস্টিস আইন ভেঙেছেন বিজেপি নেতা। তাঁকে তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার এক নাবালিকার মৃত্যু হয়। বিজেপির অভিযোগ ছিল, তাকে ধর্ষণ-খুন করা হয়। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু পুলিশি তদন্তে যৌন নির্যাতনের তত্ত্ব উঠে আসেনি বলে সূত্রের খবর। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানান, নাবালিকার পেটে বিষ পাওয়া গিয়েছে। বিষক্রিয়াতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে খবর। দেহে আঘাতের চিহ্ন থাকলেও, যৌন নির্যাতনের কোনও প্রমাণ মেলেনি বলে জানান বারুইপুর পুলিশ জেলার সুপার।

কিন্তু পুলিশের রিপোর্টকে না মেনে, মালব্য অভিযোগ করেন, নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। এখানেই না থেমে তিনি প্রসঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করেন। আর সেখানে শীর্ষ আদালতের নিয়মের তোয়াক্কা না করে মৃত নাবালিকার পরিচয় জানিয়ে দেন বিজেপির আইটি সেলের ভারপ্রাপ্ত নেতা। ১৯ জুন মৃত নাবালিকার ছবি একটু ঝাপসা সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি।

ওই ঘটনায় মালব্যকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে WBCPCR। অভিযোগ, জুভেনাইল জাস্টিস আইনের ৭৪ নম্বর ধারার লঙ্ঘন করেছেন মালব্য (Amit Malviya)। আইনের ৭৪ নম্বর ধারা অনুসারে, এক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কর নাম, ঠিকানা, স্কুল, ছবি বা অন্য কোনও তথ্য যা তার পরিচয় বহন করে, তা প্রকাশ্যে আনা যায় না। এই ঘটনা নিয়েই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে WBCPCR।

Related articles

অভিমন্যুকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

ভারতীয় দলে আবারও এক বাঙালি ক্রিকেটারকে নেওয়ার দাবী জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় ঋদ্ধিমান...

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...
Exit mobile version