Wednesday, August 13, 2025

সমাজমাধ্যমে মৃত নাবালিকার পরিচয় প্রকাশ! বিজেপি নেতা মালব্যকে শোকজ নোটিশ WBCPCR

Date:

যৌন হেনস্থা অভিযোগ, মৃত্যু নাবালিকার। সেই নাবালিকার নাম-পরিচয় সমাজ প্রকাশ করে দেন বিজেপি (BJP) নেতা অমিত মালব্য (Amit Malviya)। এই অভিযোগে তাঁকে শোকজ নোটিশ পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন (WBCPCR)। অভিযোগ, জুভেনাইল জাস্টিস আইন ভেঙেছেন বিজেপি নেতা। তাঁকে তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার এক নাবালিকার মৃত্যু হয়। বিজেপির অভিযোগ ছিল, তাকে ধর্ষণ-খুন করা হয়। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু পুলিশি তদন্তে যৌন নির্যাতনের তত্ত্ব উঠে আসেনি বলে সূত্রের খবর। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানান, নাবালিকার পেটে বিষ পাওয়া গিয়েছে। বিষক্রিয়াতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে খবর। দেহে আঘাতের চিহ্ন থাকলেও, যৌন নির্যাতনের কোনও প্রমাণ মেলেনি বলে জানান বারুইপুর পুলিশ জেলার সুপার।

কিন্তু পুলিশের রিপোর্টকে না মেনে, মালব্য অভিযোগ করেন, নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। এখানেই না থেমে তিনি প্রসঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করেন। আর সেখানে শীর্ষ আদালতের নিয়মের তোয়াক্কা না করে মৃত নাবালিকার পরিচয় জানিয়ে দেন বিজেপির আইটি সেলের ভারপ্রাপ্ত নেতা। ১৯ জুন মৃত নাবালিকার ছবি একটু ঝাপসা সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি।

ওই ঘটনায় মালব্যকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে WBCPCR। অভিযোগ, জুভেনাইল জাস্টিস আইনের ৭৪ নম্বর ধারার লঙ্ঘন করেছেন মালব্য (Amit Malviya)। আইনের ৭৪ নম্বর ধারা অনুসারে, এক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কর নাম, ঠিকানা, স্কুল, ছবি বা অন্য কোনও তথ্য যা তার পরিচয় বহন করে, তা প্রকাশ্যে আনা যায় না। এই ঘটনা নিয়েই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে WBCPCR।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version