আচমকা মে-ডে কল সম্প্রতি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বিমানযাত্রার ক্ষেত্রে। ১২ জুন এয়ার ইন্ডিয়ার (Air India) ড্রিম লাইনার আমেদাবাদে ভেঙে পড়ার পরে মে-ডে কল নিয়ে অনেক বেশি সচেতন বিমান চালক ও গ্রাউন্ড স্টাফরা। সেরকমই ইন্ডিগোর (IndiGo) একটি বিমানের মে-ডে কল (Mayday call) ঘিরে চাঞ্চল্য শনিবার। চেন্নাইগামী (Chennai) বিমানটি জরুরি অবতরণ করে বেঙ্গালুরুতে (Bengaluru)।
ইন্ডিগোর (IndiGo) গুয়াহাটি থেকে চেন্নাইগামী (Chennai) বিমান এয়ারবাস এ৩২১ শনিবার চেন্নাইয়ের পথে মে-ডে কল (Mayday call) করে। চালক জ্বালানির স্বল্পতা অনুভব করায় এই কল করা হয় বলে বিমান সংস্থা সূত্রে জানা যায়। সেই সময় বিমানে ১৬৮ জন যাত্রী ছিলেন। চেন্নাই বিমান বন্দরে সেই সময় অবতরণের জায়গা ছিল না বলেও জানতে পারেন পাইলট।
বিমানটি চেন্নাই না গিয়ে বেঙ্গালুরুতে (Bengaluru) জরুরি অবতরণের অনুমতি চায়। সপ্তাহখানেক আগে আমেদাবাদের ঘটনার জেরে অত্যন্ত তৎপরতার সঙ্গে মে-ডে কলের প্রত্যুত্তরে বেঙ্গালুরুতে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। নিরাপদেই বিমানটি বেঙ্গালুরুতে অবতরণ করে ও যাত্রীরাও নিরাপদে রয়েছেন বলে জানানো হয়।
–
–
–
–
–
–
–
–
–
–
–