দোহা ডায়মন্ড লিগে সেরার শিরোপা হাতছাড়া হলেও ভারতের সোনার ছেলে প্যারিস ডায়মন্ড লিগে (Paris Diamond League) আর কোনও ভুল করলেন না। এবার প্রতিযোগিতায় লক্ষ্য স্থির রেখে নীরজ চোপড়া (Neeraj Chopra)সর্বোচ্চ জ্যাভলিন ছোড়েন (Javelin throw) ৮৮.১৬ মিটার। বাকি প্রতিযোগিরা কেউ আর তাঁকে অতিক্রম করতে পারেননি। ফলে প্যারিস ডায়মন্ড লিগে প্রথম স্থান অধিকার করে নিজের চ্যালেঞ্জ নিজেই জিতলেন নীরজ।
দোহা ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন জুলিয়ান ওয়েবের (Julien Weber) থেকে শুরু করে অ্যান্ডারসন পিটার্স, লুইজ মরিসিও দ্য সিলভা, আন্দ্রিয়ান মারদারে, কেশোরন ওয়ালকট, জুলিয়াস ইয়েগোরা নেমেছিলেন এবারের ডায়মন্ড লিগে। কিন্তু শেষ হাসি হাসলেন ভারতের সোনার ছেলে। প্রথম থ্রোয়ে নীরজ ছোড়েন ৮৮.১৬ মিটার। আর সেটাই সাফল্য এনে দেয়। এই রাউন্ডে জুলিয়ান ওয়েবার ছোড়েন ৮৭.৮৮ মিটার। ব্রাজিলের মরিসিও লুইস দা সিলভা ৮৬.৬২ মিটার থ্রো করে তৃতীয় হয়েছেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–