Thursday, August 21, 2025

শাহের সফরের আগেই ফের রক্তাক্ত ছত্তিশগড়! মাওবাদীদের হাতে খুন ২

Date:

ছত্তিশগড় থেকে মাওবাদ (Maoist) বিদায় নিয়েছে, ঘটা করে দাবি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই ছত্তিশগড়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) সফরের আগেই মাওবাদীদের (Maoist) হাতে রক্তাক্ত ছত্তিশগড়। পুলিশের মদতদাতা সন্দেহে দুই গ্রামবাসীকে খুন করল মাওবাদীরা। এক সপ্তাহের ব্যবধানে মোট পাঁচজনকে খুন করেছে মাওবাদীরা। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে একদল সশস্ত্র মাওবাদী (সিপিআই) ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন, রবিবার সকালে উদ্ধার হয় তাঁদের রক্তাক্ত নিথর দেহ। ঘটনা ঘটেছে এমপুর ও সেন্দ্রাবোর গ্রামে। নিহতদের মধ্যে একজনের নাম সামাইয়া (পূর্ববর্তী মাওবাদী, সম্প্রতি আত্মসমর্পণ করেন), অন্যজন ভেকো দেবা (স্থানীয় গ্রামবাসী)। পুলিশের প্রাথমিক অনুমান, পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহেই তাঁদের খুন করা হয়েছে। এই ঘটনার মাত্র পাঁচদিন আগে, মাওবাদীরা গলায় দড়ি দিয়ে খুন করেছে তিনজনকে, যার মধ্যে ছিলেন একজন ১৩ বছরের কিশোর।

নিরাপত্তা বাহিনী যখন ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ বা ‘অপারেশন কাগার’ চালিয়ে মাওবাদী শিবিরে ঢুকে শীর্ষ নেতাদের খতম করছে বলে ঢাক পেটাচ্ছে, তখন গ্রামে গ্রামে সাধারণ মানুষ, বিশেষ করে আত্মসমর্পণকারীদের নৃশংসভাবে হত্যা করছে মাওবাদীরা । প্রশাসনের কথিত সফলতার জবাবে মাওবাদীরা এখন পাল্টা হুমকি হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতেই রবিবার ছত্তিশগড়ে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তাঁর সফরের উদ্দেশ্য, নাকি রাজ্যে কেন্দ্রের ‘সাফল্য’ প্রচার? প্রশ্ন তুলছেন অনেকেই। যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, “মাওবাদীরা নিশ্চিহ্ন হয়ে গেছে”, তখন এইসব খুনের ঘটনা তখন নতুন করে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় নিরাপত্তার দিকে।

আরও পড়ুন : গুলির লড়াইয়ে নিকেশ ২ মাওবাদী, ছত্তিশগড়ে চলছে তল্লাশি অভিযান

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version