Sunday, November 2, 2025

শাহের সফরের আগেই ফের রক্তাক্ত ছত্তিশগড়! মাওবাদীদের হাতে খুন ২

Date:

ছত্তিশগড় থেকে মাওবাদ (Maoist) বিদায় নিয়েছে, ঘটা করে দাবি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই ছত্তিশগড়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) সফরের আগেই মাওবাদীদের (Maoist) হাতে রক্তাক্ত ছত্তিশগড়। পুলিশের মদতদাতা সন্দেহে দুই গ্রামবাসীকে খুন করল মাওবাদীরা। এক সপ্তাহের ব্যবধানে মোট পাঁচজনকে খুন করেছে মাওবাদীরা। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে একদল সশস্ত্র মাওবাদী (সিপিআই) ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন, রবিবার সকালে উদ্ধার হয় তাঁদের রক্তাক্ত নিথর দেহ। ঘটনা ঘটেছে এমপুর ও সেন্দ্রাবোর গ্রামে। নিহতদের মধ্যে একজনের নাম সামাইয়া (পূর্ববর্তী মাওবাদী, সম্প্রতি আত্মসমর্পণ করেন), অন্যজন ভেকো দেবা (স্থানীয় গ্রামবাসী)। পুলিশের প্রাথমিক অনুমান, পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহেই তাঁদের খুন করা হয়েছে। এই ঘটনার মাত্র পাঁচদিন আগে, মাওবাদীরা গলায় দড়ি দিয়ে খুন করেছে তিনজনকে, যার মধ্যে ছিলেন একজন ১৩ বছরের কিশোর।

নিরাপত্তা বাহিনী যখন ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ বা ‘অপারেশন কাগার’ চালিয়ে মাওবাদী শিবিরে ঢুকে শীর্ষ নেতাদের খতম করছে বলে ঢাক পেটাচ্ছে, তখন গ্রামে গ্রামে সাধারণ মানুষ, বিশেষ করে আত্মসমর্পণকারীদের নৃশংসভাবে হত্যা করছে মাওবাদীরা । প্রশাসনের কথিত সফলতার জবাবে মাওবাদীরা এখন পাল্টা হুমকি হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতেই রবিবার ছত্তিশগড়ে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তাঁর সফরের উদ্দেশ্য, নাকি রাজ্যে কেন্দ্রের ‘সাফল্য’ প্রচার? প্রশ্ন তুলছেন অনেকেই। যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, “মাওবাদীরা নিশ্চিহ্ন হয়ে গেছে”, তখন এইসব খুনের ঘটনা তখন নতুন করে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় নিরাপত্তার দিকে।

আরও পড়ুন : গুলির লড়াইয়ে নিকেশ ২ মাওবাদী, ছত্তিশগড়ে চলছে তল্লাশি অভিযান

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version