Friday, November 14, 2025

শ্বশুরবাড়িতেই খুন! দেড়মাস পর নলকূপ থেকে উদ্ধার দেহ, গ্রেফতার স্ত্রী-সহ চারজন

Date:

দেড় মাস আগে নিখোঁজ চণ্ডীতলার যুবক রবীন রুইদাসকে শ্বাসরোধ করে খুন করে দেহ ফেলা হয়েছিল শ্বশুরবাড়ির চাষের জমির গভীর নলকূপে, জঙ্গিপাড়ার কানাইপুর গ্রাম থেকে উদ্ধার হল সেই দেহ। রবিবার গভীর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গভীর নলকূপ থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রী অপর্ণা রুইদাস, শ্বশুর, শ্যালক ও শ্যালিকার স্বামীকে। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৬ বছরের রবীন রুইদাস চণ্ডীতলার মশাট এলাকার বাসিন্দা ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি স্ত্রী অপর্ণার সঙ্গে শ্বশুরবাড়ি কানাইপুরে থাকছিলেন। গত ১৩ই মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। ২২শে জুন রবীনের দাদা বাবলু রুইদাস জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর ভাইকে খুন করে গোপনে দেহ সরিয়ে ফেলেছে শ্বশুরবাড়ির লোকজন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশি জেরায় জানা যায়, মদ্যপ অবস্থায় রবীন নিয়মিত স্ত্রী অপর্ণার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। একসময় সেই নির্যাতনে অতিষ্ঠ হয়ে, পরিবারের সঙ্গে মিলে তাঁকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে শ্যালিকার স্বামীর টোটো করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় পাশের কৃষিজমির গভীর নলকূপে, সেখানে ফেলে দেওয়া হয় দেহ।

অভিযুক্তদের আদালতে পেশ করে চারদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার মাধ্যমেও পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, খুনের ঘটনায় মূলত গৃহস্থালি নির্যাতনের ঘটনাই প্রাথমিক কারণ হিসেবে উঠে এলেও, এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – “আমাদের দিঘায় এবার রথ এসেছে, বসেছে মেলা…”: ভাইরাল গানের অনুকরণে রথযাত্রার প্রস্তুতির পোস্ট তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version