Sunday, November 2, 2025

উপনির্বাচনে গোটা দেশের ছবিতে ফের একবার স্পষ্ট বিজেপির দুরবস্থা। নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্যে উপনির্বাচনে (by election) আপের কাছে ধরাশয়ী বিজেপি। অন্যদিকে দেশের নির্বাচনের নিরিখে নতুন ইতিহাস তৈরির পথে তৃণমূল (TMC)। কেরালায় (Kerala) বাম ও কংগ্রেসের পরে তৃতীয় স্থানে উঠে এলেন ঘাসফুলের প্রার্থী।

বাংলায় প্রায় মুছে যাওয়ার পথে বিজেপি। কালীগঞ্জের উপ-নির্বাচন আরও একবার তা প্রমাণ করল। তবে গোটা দেশে যে বিজেপির অবস্থা আরও খারাপ হচ্ছে তা প্রমাণিত তিন রাজ্যের উপনির্বাচনে। গুজরাটের (Gujarat) উপ-নির্বাচনে বিজেপির জয় ছিল নিশ্চিত। অথচ সেখানে ভিসাভাদর কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থীকে পরাজিত করলেন আম আদমি পার্টি (AAP) প্রার্থী ইটালিয়া গোপাল। তিনি ১৭,৫৫৪ ভোটে বিজেপি প্রার্থী কীরিট প্যাটেলকে পরাজিত করেন। যদিও গুজরাটের (Gujarat) কাঁদি কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেন্দ্র কুমার ছাবড়া জয়লাভ করেছেন।

এবারের উপনির্বাচনে গুরুত্বপূর্ণ হয়েছে কেরালার (Kerala) নীলাম্বুর কেন্দ্রের ফলাফল। শাসক দল সিপিআইএম প্রার্থী এম স্বরাজকে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী। কিন্তু তার থেকেও চাঞ্চল্যকর এই কেন্দ্রে তিন নম্বরে উঠে এসেছেন তৃণমূল (TMC) সমর্থিত নির্দল প্রার্থী পি ভি আনোয়ার। এবং লোকসভা নির্বাচনে যে কেরালাকে পাখির চোখ করেছিল বিজেপি সেখানেই উপনির্বাচনের ফলাফলে চারে নেমে গিয়েছেন বিজেপি প্রার্থী মোহন জর্জ। কার্যত স্পষ্ট কেরালায় তৃণমূলের নতুন শাখার পথ চলা শুরুর পর থেকে জনগণের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলতে শুরু করেছে ঘাসফুল নেতা কর্মীরা।

অন্য রাজ্যেও নির্বাচনের ফলাফলে বিজেপির শোচনীয় অবস্থা আরও একবার সামনে এসেছে। পঞ্জাবের (Punjab) লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেছেন আপ (AAP) প্রার্থী সঞ্জীব অরোরা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ভরত আসুকে পরাজিত করেন। এই কেন্দ্রেও তিনে নেমে গিয়েছে বিজেপি।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version