Tuesday, November 4, 2025

আশঙ্কা ছিলই। সপ্তাহের শুরুতে সেটাই সত্যি হল। সোমবার বাজার খুলতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (crude oil) দাম ২ শতাংশের বেশি বাড়ল। একদিকে বিশ্বের অন্যতম তেল ভান্ডারে মার্কিন (USA) আঘাত। পাল্টা গুরুত্বপূর্ণ তেল পরিবহনের প্রণালী বন্ধ করে দেওয়া নিয়ে ইরানের (Iran) হুঁশিয়ারি। তার প্রভাব সোমবারই স্পষ্ট তেলের বাজারে।

সোমবার বাজার খুলতেই দেখা যায়, আমেরিকার মূল তেল বিপণন সংস্থা ব্রেন্ট (Brent) এবং ডব্লিউটিআই (WTI) উভয়েই জানুয়ারি থেকে এখনো পর্যন্ত সর্বোচ্চ ধার্য করেছে তেলের দাম। সেক্ষেত্রে ব্রেন্ট (Brent) বাড়িয়েছে ২.২% এবং ডব্লুটিআই-এর (WTI) বৃদ্ধি হার ২.১%। বিশেষজ্ঞদের অনুমান, কতটা দীর্ঘস্থায়ী হবে পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি, সেই অনিশ্চয়তা থেকেই প্রাথমিকভাবে এই বৃদ্ধি।

ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন আঘাতের পর ইরানের তরফ থেকেও হরমুজ প্রণালী (Harmuz straits) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এক রকম পাকা হয়ে গিয়েছে। বিশ্বের নবম তেল উৎপাদনকারী দেশ ইরান (Iran), যারা প্রতিদিন ৩.৩ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে। যুদ্ধ বিধ্বস্ত ইরান একদিকে তেল সরবরাহে অক্ষম হবে। অন্যদিকে তারা হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত পাকা করলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বে তেল সরবরাহ বাধার মুখে পড়বে।

ইজরাইল-ইরান যুদ্ধের পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল বিশ্বের বড় ব্যাংকগুলি। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল গোল্ডম্যান স্যাচ (Goldman Sachs)। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হলে এবং তা যদি একমাসও বন্ধ থাকে তবে ১০ শতাংশ পর্যন্ত তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করেছিল গোল্ডম্যান। তবে ছয়মাস ইরান থেকে তেল পরিবহন বন্ধ থাকলে ফের তেলের দাম কমারও ইঙ্গিত দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মার্কিন তৈল পরিষদক সংস্থাগুলি সেই বাজার দখল করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version