Tuesday, November 4, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ফর্মে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনের বদলে এবার কি তিনি পাঁচ টেস্টেই খেলবেন। তৃতীয় দিনের শেষে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কিন্তু ইঙ্গিতটা তেমনই। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো জসপ্রীত বুমরাই ঠিক করবেন। তবে ইংল্যান্ডের আবহাওয়া নাকি খুব উপভোগ করছেন তিনি। সেইসঙ্গে এখানকার ঠান্ডা আবহাওয়া তাঁকে খুব একটা ক্লান্তও হতে দিচ্ছে না। আর এমন কথা শোনার পর থেকেই জসপ্রীত বুমরাহকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন গুঞ্জন।

তিনি সরাসরি না বললেও, ইংল্যান্ডের(England) বিরুদ্ধে পাঁচ ম্যাচেই খেলার একটা ইঙ্গিত দিয়েছেন। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই গোটা সিরিজে না খেলার কথা জানিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। বোর্ডকেও সেই কথা বলেছিলেন তিনি। কার্যত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা জানিয়েই এমন সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেই বোধহয় খানিকটা সিদ্ধান্ত বদল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। এখানকার ঠান্ডা আবহাওয়াই যেন বুমরাহকে আরও বেশি চাঙ্গা করে তুলছে।

তৃতীয় দিনের শেষে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “এখানে আবহাওয়া খুব উপভোগ্য। ভারতের থেকে অনেকটাই বেশি ঠান্ডা এখানে। এখানে অনেরটাই ফ্রেশ অনুভব করছি আমি। সেইজন্যই আগামী দিনেও সবকিছু ভালো পথেই এগোবে বলে আশা করছি”।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের হয়ে সবচেয়ে সফল বোলারের তকমা সেই জসপ্রীত বুমরার ঝুলিতেই। প্রথম ইনিংসে একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। সেইসঙ্গে রান দিয়েছেন মাত্র ৮৩। এই সিরিজে যে প্রতি ক্ষেত্রেই জসপ্রীত বুমরাহ ভারতের প্রধান অস্ত্র হয়ে উঠবেন তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...
Exit mobile version