Sunday, August 24, 2025

মুম্বইয়ে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার ক্যানসার আক্রান্ত বৃদ্ধা! অভিযোগ নাতির বিরুদ্ধেই 

Date:

মানবিকতার মুখে চরম চপেটাঘাত—এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল মুম্বই শহর। আরে কলোনির কাছে রাস্তার ধারে আবর্জনার স্তূপের মধ্যে পড়ে থাকা এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ। ৬০ বছরের ওই বৃদ্ধা যশোদা গায়কোয়াড় নিজেই জানিয়েছেন, তাঁর নাতি তাঁকে এই অবস্থায় ফেলে রেখে গিয়েছে।

শনিবার সকালে এক পথচারীর নজরে পড়ে যায় রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধা। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যশোদাদেবীকে উদ্ধার করে। তখন তাঁর শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। দেহ ছিল দুর্বল, চলার শক্তিও প্রায় নেই। উদ্ধারের পর তাঁকে হাসপাতালে ভর্তির জন্য একাধিক চেষ্টা করা হলেও কয়েকটি হাসপাতাল তাঁর শারীরিক জটিলতার কারণে ভর্তি নিতে অস্বীকার করে। শেষে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট নাগাদ কুপার হাসপাতালে তাঁকে ভর্তি নেওয়া হয়। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ত্বকের ক্যানসারে ভুগছেন এবং চিকিৎসাও চলছিল।

পুলিশের কাছে ওই বৃদ্ধা জানিয়েছেন, তাঁর দুটি ঠিকানা রয়েছে—একটি মালাডে, অন্যটি কান্দিভলিতে। সেই সূত্র ধরেই তাঁর পরিবারের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের বিভিন্ন থানায় বৃদ্ধার ছবি পাঠানো হয়েছে। ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড় উঠেছে। অসুস্থ একজন বৃদ্ধাকে পরিবার যেভাবে অসহায় অবস্থায় ফেলে গিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। নৈতিকতার এমন পতন ও আত্মীয়ের হাতে বৃদ্ধার পরিত্যাগ—এই ঘটনা নাড়িয়ে দিয়েছে বহু মানুষকে।

আরও পড়ুন – দিঘায় রথের আগেই কড়া প্রশাসন! অতিরিক্ত হোটেল ভাড়া নিলেই ১ লক্ষ টাকা জরিমানা, বাতিল হবে অনুমোদনও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version