Sunday, November 9, 2025

ভিন রাজ্য থেকে অস্ত্র এনে বাংলায় এনে বাংলাকে অশান্ত করার অপচেষ্টা বারবার রুখে দিয়েছে রাজ্য পুলিশ। ফের একবার বিজেপি সহযোগী রাজ্য থেকে বাংলায় নাশকতার ছক প্রমাণিত হাওড়া স্টেশনে (Howrah Railway station) অস্ত্রসহ এক ব্যক্তির গ্রেফতারির ঘটনায়। মঙ্গলবার গোপণ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ বিহারের বাসিন্দাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ (Bengal STF)।

সম্প্রতি বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার ও গ্রেফতারিতে সাফল্য পেয়েছে বেঙ্গল এসটিএফ। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রেফতার হয়েছেন ভিন রাজ্যের বাসিন্দারা। এমনকি ভিন রাজ্য থেকেই বারবার অস্ত্র (fire arms) পাচার হওয়ার বিষয়টিও স্পষ্ট হয়েছে। সেই সূত্রেই লাগাতার অভিযান জারি রেখেছে বেঙ্গল এসটিএফ। সেই সূত্রেই মঙ্গলবার সকালে হাওড়া থেকে গ্রেফতার করা হয় এক যুবককে। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় দুটি পিস্তল ও ৪২ রাউন্ড কার্তুজ।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তি বিহারের (Bihar) বাসিন্দা। এই অস্ত্র (fire arms) কোথায় নিয়ে যাচ্ছিল সে তা তদন্ত করবে রাজ্য পুলিশ। সেই সঙ্গে এই ব্যক্তি কোনও কনসাইনমেন্টে এই অস্ত্র বাংলায় এনেছিল, এমনটা দাবি পুলিশের একটি সূত্রের। সেক্ষেত্রে এই চক্রের মাথা কে, তার সন্ধান চালাবে রাজ্য পুলিশ।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version