Friday, November 14, 2025

সিঙ্গুর আন্দোলনের সময় অনেক বিধায়কদের বেতন কাটা হয়: বিধানসভায় কেন বললেন মুখ্যমন্ত্রী! আহতদের দ্রুত আরোগ্য কামনা

Date:

বিধানসভায় (Assembly) বিজেপি বিধায়কদের তাণ্ডবে আহত কর্মীদের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিধানসভায় গিয়ে পৌঁছে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।“ একই সঙ্গে এই অভব্য আচরণের জন্য অধ্যক্ষকে পদক্ষেপ করার কথাও বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

গত বৃহস্পতিবার কেন বিজেপি (BJP) বিধায়কদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া হয়। এদিন, কেন বিজেপি বিধায়কদের বক্তব্য মুছে ফেলা হয়েছে সেই প্রশ্ন তোলেন বিধায়ক অশোক লাহিড়ী। এর উত্তর দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর  শাসক শিবিরের বিরুদ্ধে অভব্য আচরণ শুরু করেন বিজেপি বিধায়করা। চলে স্লোগান ও কাগজ ছিঁড়ে প্রতিবাদ। পরিস্থিতি সামাল দিতে তৎপর হন খোদ অধ্যক্ষ। অভিযোগ, বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মার্শালের কলার ধরে ধাক্কা দেন। আরেক বিজেপি বিধায়ক মিহির গোস্বামীও মার্শালকে চেপে ধরেন। নিরাপত্তারক্ষীরা পাল্টা সবাইকে বের করে দেওয়ার চেষ্টা করেন।  সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারির পরেও থামে না স্লোগান ও পাল্টা স্লোগান। এরপরেই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ।
আরও খবরকালীগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেফতারি নিয়ে সমাজমাধ্যমে পোস্ট কৃষ্ণনগর পুলিশের

এদিন বিধানসভায় এসেই আহত কর্মীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁদের আবদার মেনে ছবি তোলেন তাঁদের সঙ্গে। এর পরেই উষ্মা প্রকাশ করে মমতা বলেন, ”কালকেও আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে না কি এফ‌আইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল।” অধ্যক্ষকে উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী বলেন, ”আমি বলছি না যে আপনি বেতন কাটুন।‌ কিন্তু আপনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন। আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন।” মমতার কথায়, ”যাঁরা আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।” আহত নিরাপত্তা কর্মীদের সঙ্গে ছবিও তোলেন তিনি।

Related articles

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...
Exit mobile version