Thursday, November 6, 2025

দূষণ রোখার পথে নিষ্ক্রিয় কেন্দ্র! বিধানসভায় সরব মন্ত্রী চন্দ্রিমা

Date:

পরিবেশ দূষণ রুখতে কেন্দ্রের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পরিবেশ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার বিধানসভায় পরিবেশ রক্ষা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, “দূষণমুক্ত পৃথিবীর কথা বলা হলেও, কেন্দ্রীয় সরকারের তিনটি গুরুত্বপূর্ণ আইন এখনও রাজ্যে কার্যকর করতে পারিনি। তাই বাধ্য হয়েই এই প্রস্তাব আনতে হয়েছে।”

মন্ত্রী জানান, কেন্দ্রীয় আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু নিয়ম ও বিধি না মানলে রাজ্য সরকার কার্যকরী পদক্ষেপ নিতে পারে না। তাই জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন রাজ্যে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে তিনি জানান, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইতিমধ্যেই সক্রিয়ভাবে কাজ শুরু করেছে এবং আধিকারিকদের জরিমানা আদায়ের ক্ষমতাও দেওয়া হয়েছে।

চন্দ্রিমা বলেন, “এই বিষয়টি সাংবিধানিক তালিকায় না থাকায় আমরা কেন্দ্রের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছি। কিন্তু এখন রাজ্য নিজের মতো করে আইনি কাঠামো তৈরি করে কাজ করবে পরিবেশ রক্ষার জন্য।” আলোচনায় অংশ নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, “দেশের জনসংখ্যা বেড়ে চলেছে, অথচ ভূগর্ভস্থ জলস্তর কমে যাচ্ছে। গঙ্গার মতো গুরুত্বপূর্ণ নদীগুলিও ভয়াবহ দূষণের শিকার। কেন্দ্র কোনও অর্থসাহায্য করছে না, অথচ দূষণের কারণে বছরে ৪ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছেন।”

তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার উদ্বেগ প্রকাশ করে বলেন, “কলকাতা ধীরে ধীরে বিপজ্জনক শহরে পরিণত হচ্ছে। শুধু জরিমানা করে সমস্যার সমাধান হবে না, দূষণ রুখতেই হবে।” আলোচনায় অংশ নিয়ে প্রিয়া পাল, অপূর্ব সরকার, নির্মল ঘোষ সহ একাধিক বিধায়ক পরিবেশ সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপের দাবি তোলেন।

আরও পড়ুন – ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে মোহনবাগান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version