রাজ্য অ্যাথলেটিক্স মিটের (State Athletics Meet) দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে নয়া নজির মালদহ জেলার হবিবপুরের কিশোরী অদিতি মণ্ডল (Aditi Mondal)। এবার তার লক্ষ্য দেশের হয়ে দৌড়ে সোনা জেতা। দেশের মঞ্চে নিজেকে মেলে ধরাই এখন অদিতির (Aditi Mondal) প্রধান লক্ষ্য।
অভাবের সংসারেও স্বপ্ন দেখা বন্ধ করেনি দ্বাদশ শ্রেণির ছাত্রী অদিতি (Aditi Mondal)। বাবা দিনমজুর, মা বিড়ি বেঁধে কোনওমতে সংসার চালান। সেই ঘর থেকেই উঠে এসেছে এই সোনা জয়ী। হবিবপুরের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা অদিতি ছোট থেকেই দৌড়াতে ভালোবাসে। বর্তমানে ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী সে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত রাজ্য অ্যাথলেটিক্স মিটে (State Athletics Meet) অনূর্ধ্ব-২০ বিভাগে পাঁচ কিমি দৌড়ে সোনা জিতেছে সে। এর আগে জেলা স্তরে সবার থেকে এগিয়ে রাজ্যস্তরে পৌঁছায়।
অদিতি জানিয়েছে, সে জাতীয় চ্যাম্পিয়ন হতে চায়, আর তার বড় স্বপ্ন দেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়ার। সাফল্যের পর স্কুলের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে এই স্বপ্নের পথে বড় বাধা অর্থনৈতিক দুরবস্থা। মা-বাবার দুঃখ, সংসার চালাতে হিমশিম খেতে হয়, মেয়ের খেলাধুলার সরঞ্জাম কিনে দেওয়ার সামর্থ্য নেই। এখন দেখার, অদিতির স্বপ্ন শেষমেশ কেবল দৌড়েই থেমে যায়, না কি কোথাও থেকে মেলে সাহায্যের হাত।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–