Sunday, August 24, 2025

রাজ্য অ্যাথলেটিক্স মিটের (State Athletics Meet) দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে নয়া নজির মালদহ জেলার হবিবপুরের কিশোরী অদিতি মণ্ডল (Aditi Mondal)। এবার তার লক্ষ্য দেশের হয়ে দৌড়ে সোনা জেতা। দেশের মঞ্চে নিজেকে মেলে ধরাই এখন অদিতির (Aditi Mondal) প্রধান লক্ষ্য।

অভাবের সংসারেও স্বপ্ন দেখা বন্ধ করেনি দ্বাদশ শ্রেণির ছাত্রী অদিতি (Aditi Mondal)। বাবা দিনমজুর, মা বিড়ি বেঁধে কোনওমতে সংসার চালান। সেই ঘর থেকেই উঠে এসেছে এই সোনা জয়ী। হবিবপুরের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা অদিতি ছোট থেকেই দৌড়াতে ভালোবাসে। বর্তমানে ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী সে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত রাজ্য অ্যাথলেটিক্স মিটে (State Athletics Meet) অনূর্ধ্ব-২০ বিভাগে পাঁচ কিমি দৌড়ে সোনা জিতেছে সে। এর আগে জেলা স্তরে সবার থেকে এগিয়ে রাজ্যস্তরে পৌঁছায়।

অদিতি জানিয়েছে, সে জাতীয় চ্যাম্পিয়ন হতে চায়, আর তার বড় স্বপ্ন দেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়ার। সাফল্যের পর স্কুলের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে এই স্বপ্নের পথে বড় বাধা অর্থনৈতিক দুরবস্থা। মা-বাবার দুঃখ, সংসার চালাতে হিমশিম খেতে হয়, মেয়ের খেলাধুলার সরঞ্জাম কিনে দেওয়ার সামর্থ্য নেই। এখন দেখার, অদিতির স্বপ্ন শেষমেশ কেবল দৌড়েই থেমে যায়, না কি কোথাও থেকে মেলে সাহায্যের হাত।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version