Wednesday, November 5, 2025

তৃণমূলের সঙ্গে রাজনীতির ময়দানে না পেরে এবার দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও নোংরা রাজনীতি, কুৎসা শুরু রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে দিঘার মন্দির থেকে জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে যাচ্ছে বাংলার ঘরে ঘরে। মানুষ ভক্তিভরে সেই প্রসাদ গ্রহণ করছেন। কিন্তু সেই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা সহ্য করতে পারছেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তাই এবার জগন্নাথদেবের প্রসাদ নিয়েও নোংরা রাজনীতি শুরু করেছেন! দিঘার প্রসাদের পাল্টা দিতে কাঁথিতে নাকি পুরীর প্রসাদ বিলি করবেন শুভেন্দু! বিরোধী দলনেতার (LoP) এই খামখেয়ালি আচরণকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

দিঘার জগন্নাথের (Digha Jagannath temple) প্রসাদের পাল্টা পুরীর (Puri) প্রসাদ এনে রাজনীতি ঘিরে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, দিঘার জগন্নাথ মন্দির বাংলার গর্ব। নিশ্চিতভাবে পুরীর জগন্নাথ মন্দির বহু পুরনো। প্রচুর মানুষ সেখানে যান, শ্রদ্ধা-ভক্তি করেন। কিন্তু বাংলাতেও তো জগন্নাথ মন্দির রয়েছে। সেই মন্দিরকে অবজ্ঞা করে একটা করে কাউন্টার করার এই প্রবণতা অনৈতিক। ঝগড়া করে জগন্নাথ (Lord Jagannath) পুজো করবো, এটা হতে পারে না। যার মনে ভক্তি-শ্রদ্ধা থাকবে, তার কাছে প্রসাদ প্রসাদই। অশিক্ষিত নিম্নরুচির চিন্তাধারা রাখা নিকৃষ্ট মানুষজন এইসব কথা বলেন। কোনও ভদ্রলোকের মুখে এই কথা শোনা যায় না।

বিরোধী দলনেতা যে দিঘার মন্দিরের প্রসাদ বিলিতে চাপে পড়ে আচমকা পুরীর (Puri) প্রসাদ বিলির সিদ্ধান্ত নিয়েছেন, তাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে হারতে হারতে দিশাহীন। তাই এবার ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করেছেন। পুরীতে জগন্নাথ (Lord Jagannath) আছেন বলে দিঘায় জগন্নাথ থাকবেন না? দিঘার জগন্নাথ দেবের মন্দিরে লক্ষ লক্ষ মানুষ আসছেন। এরা কে কী বলল, কেউ কর্ণপাত করছেন না। যাঁরা জগন্নাথদেবের বিরোধিতা করছেন, তারা বুঝবেন। দিঘার মন্দিরের চাপে পড়ে পুরীর প্রসাদ দিচ্ছেন। কাঁথিতে যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবেন, তারা সবাই দিঘায় জগন্নাথদেবকে প্রণাম করে এসেছেন। উনিই যাননি। বিরোধিতার রাজনীতি করছেন বলে মন্দিরে যেতে পারছেন না।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version