ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য লোক থানা এলাকার যোধপুর পার্কে (Jodjpur Park)। দিদির সঙ্গে যোধপুর পার্কের একটি আবাসনে থাকতেন ওই তরুণী। আচমকা তাঁর মৃত্যুতে চাঞ্চল্য যোধপুর পার্ক এলাকায়। বর্ধমানের ওই ছাত্রী কেন এমন ঘটনা ঘটালেন তা নিয়ে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ (Lake police station)। সেই সঙ্গে এই ঘটনা খুনের ঘটনা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের পড়ুয়া তরুণী দিদির সঙ্গে যোধপুর পার্কের আবাসনে পেয়িং গেস্ট থাকতেন। কলেজে তিনি মনস্তত্ত্ব নিয়ে পড়তেন। বুধবার সকালে আবাসনের বাসিন্দারা আচমকা আওয়াজ শুনে বেরিয়ে ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ছাত্রী দীর্ঘদিনের মানসিক রোগের শিকার ছিলেন, জানানো হয় পরিবারের তরফে। সম্প্রতি পরিবারের মধ্যেই অশান্তি হয়েছিল বলেও জানা যায়। তবে আবাসনের উঁচু থেকে সে ঝাঁপ দেয়, না অন্য কোনওভাবে পড়ে যায় তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটনা বলে অনুমান লেক থানার পুলিশের (Lake police station)।
–
–
–
–
–
–
–
–
–
–
–