Sunday, November 2, 2025

দেশ নয়, মোদি আগে! থারুরকে খাড়গের খোঁচার পরেই উড়ে যাওয়ার বার্তা শশীর

Date:

কংগ্রেসের শশী থারুর অস্বস্তি যেন কাটতেই চাইছে না। বারবার তার বিরুদ্ধে বিজেপি বিশেষত নরেন্দ্র মোদিকে তোষণের অভিযোগ কংগ্রেসের ভিতরেই উঠেছে। এবার প্রকাশ্যে নাম না করে থারুরকে (Shashi Tharoor) মোদি (Narendra Modi) তোষণকারী বলে অভিযোগ করলেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আর খাড়গের তোপের পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট শশী থারুরের, যেখানে স্বাধীনভাবে উড়ে যাওয়ার বার্তা দিলেন শশী।

পহেলগাম হামলা পরবর্তীতে রাজনৈতিক দল নির্বিশেষে ও কূটনীতিক প্রতিনিধিরা ৩৩ দেশে পাক বিরোধী প্রচারে যান। সেখানে কংগ্রেসের নির্দিষ্ট করে দেওয়া সাংসদের নাম না নিয়ে বিজেপির পক্ষ থেকেই বেছে নেওয়া হয় শশী থারুরকে। কংগ্রেসের তরফ থেকে অবশ্য আপত্তি তুলে বিতর্ক বাড়ানো হয়নি। তবে প্রতিনিধিদল দেশে ফেরার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন, সেখানে শশী থারুরের সঙ্গে বিশেষভাবে কথা বলেন মোদি। কারণ তাঁকে আমেরিকার মতো দেশে পাঠানো প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন থারুর।

বিজেপির সঙ্গে থারুরের এই সম্প্রীতির ভাব যে এখনও হজম করতে পারেনি কংগ্রেস তা স্পষ্ট বুধবারের খাড়গের বক্তব্যে। খাড়গে বলেন, শশী থারুরের বক্তব্য খুব ভালো তাই তাঁকে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিতে (CWC) রাখা হয়েছে। অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে আমাদের এক স্বর ছিল। আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম। আমাদের বক্তব্য ছিল সবার আগে দেশ, তবে কিছু মানুষের কাছে মোদিই (Narendra Modi) আগে। দেশ পরে আসে। তাতে আমরা কী করতে পারি।

নাম না করলেও থারুর প্রসঙ্গে বলতে গিয়ে খাড়গে যে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট তিনি শশী থারুরকেই এই খোঁচা দিয়েছিলেন। এই বক্তব্যের পরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট থারুরের। সেখানে একটি পাখির ছবি দিয়ে তিনি লেখেন, উড়ে যাওয়ার অনুমতি চেও না। ডানা তোমার নিজের। আর আকাশের মালিক কেউ নয়। আর এই পোস্টের পরেই ফের একবার শশী থারুরের বিজেপিতে যোগ দান নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদি বিজেপির পক্ষ থেকে বা থারুর নিজে সরাসরি সেরকম বার্তা দেননি।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version