Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রীর উদ্যোগ, রথযাত্রা উপলক্ষে ৯৩ নম্বর ওয়ার্ডে ৩৩৩টি তিনতলা রথ বিতরণ

Date:

রথযাত্রা উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ ৯৩ নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কাউন্সিলর মৌসুমী দাসের নেতৃত্বে এলাকার শিশু ও পরিবারের হাতে তুলে দেওয়া হল ৩৩৩টি তিনতলা রথ। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে খুশির হাওয়া বইল গোটা অঞ্চলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডা. শশী পাঁজা, সাংসদ মালা রায়, পুরসভার চেয়ারপার্সন এবং বহু বিশিষ্টজন। তাঁরা প্রত্যেকেই শিশুদের হাতে রথ তুলে দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। নেতৃবৃন্দ এই উদ্যোগকে প্রশংসা করে জানান, এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজিক সংহতি ও সংস্কৃতির পরম্পরাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা।

ডা. শশী পাঁজা বলেন, “এই উদ্যোগ শুধু ধর্মীয় নয়, এটি এক সামাজিক বন্ধনের প্রতীক। এমন কর্মসূচি শিশুদের মধ্যে সংস্কৃতি ও মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক।” মালা রায় জানান, “মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রতিটি উৎসবকে মানুষের কাছে আরও কাছাকাছি নিয়ে যেতে চাই। এই উদ্যোগ সেই পথেই আরেকটি পদক্ষেপ।” পাশাপাশি স্থানীয়রা জানান, এমন আনন্দঘন, বর্ণময় রথযাত্রা তাঁরা দীর্ঘদিন মনে রাখবেন। অনেক অভিভাবক জানিয়েছেন, ব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন শিশুদের মুখে যে আনন্দের ঝলক এনে দিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

কাউন্সিলর মৌসুমী দাস বলেন, “দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর ভাবনাকে অনুসরণ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” এই উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু পরিকাঠামো নয়, সমাজিক সংস্কৃতির উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন – হাইকোর্টের নির্দেশে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version