Thursday, August 21, 2025

দেখতে দেখতে ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে, ইতিহাস তৈরি করে মহাকাশে ভারতীয় বায়ুসেনার পাইলট শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla’)। বুধবার বেলা বারোটা বেজে এক মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন ক্যাপসুলে করে পাড়ি দিয়েছেন চার নভশ্চর। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতির বিকেল সাড়ে চারটে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS ) পৌঁছে যাবেন তাঁরা। এই প্রথম পৃথিবীর বাইরে একটা গোটা দিন কাটিয়ে কেমন লাগছে ক্যাপ্টেন শুক্লার। অভিজ্ঞতা ভাগ করে নিলেন লখনৌয়ের ছেলে (Shubhanshu Shukla’s message from space)।

সাতবার পিছিয়ে যাওয়ার পর অষ্টম বারে সফল হয়েছে উৎক্ষেপণ। তারপর থেকেই মহাকাশচারীদের নানা মুহূর্ত অ্যাক্সিয়ম স্পেসের এক্স হ্যান্ডল ও নাসার (NASA ) ওয়েবসাইটে সম্প্রচারিত হয়েছে। এদিন সকালে সরাসরি পৃথিবীর বিজ্ঞানীদের সঙ্গে কথোপকথন সেরেছেন চার নভশ্চর। শুভাংশু বলেন, ‘‘যখন যাত্রা শুরু হল, তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। খুব ভাল সফর ছিল। মহাকাশে পৌঁছোতেই অস্বস্তি শুরু হয়। শুনলাম, গত কাল নাকি আমি পড়ে পড়ে ঘুমিয়েছি!’’ পাশাপাশি তিনি বলেন, শিশুর মতো করে হাঁটাচলা করতে হচ্ছে। এটা আলাদা অভিজ্ঞতা। এই সময় তাঁর সঙ্গে থাকা পেগি হুইটসন, স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং টিবর কাপুকে বেশ মজা করতেও দেখা যায়। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ভারতীয় মহাকাশচারী এই মিশনের সবথেকে বড় পরীক্ষা দিতে চলেছেন। ক্যাপ্টেন শুক্লাকে আইএসএস-এর সঙ্গে নির্বিঘ্নে ডকিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version