গণতন্ত্রের ৩স্তম্ভের মধ্যে সংবিধানই সর্বোত্তম! বিচারব্যবস্থাকে সরিয়ে রেখে সংবিধানের পক্ষে মত দিলেন স্বয়ং সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বি আর গাভাই (B R Gavai)। তাঁর মতে, গণতন্ত্রের তিন স্তম্ভের মধ্যে সংবিধানই সর্বোত্তম, সংসদ নয়।
দেশের দ্বিতীয় দলিত বিচারপতি গাভাই। মাস খানেক আগেই দায়িত্বভার গ্রহণ করেন তিনি। তার পর থেকে অবশ্য গণতন্ত্রের মূল তিনটি স্তম্ভ বিচারব্যবস্থা, আইনসভা এবং কার্যনির্বাহী-কে একই পংক্তিতে রেখে সমন্বয়ের মাধ্যমে কাজ করার কথা বলেন তিনি। জানান, “গণতন্ত্রের তিনটি স্তম্ভই সমান। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অন্যে প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।”
কিন্তু মহারাষ্ট্রের অমরাবতীর এক অনুষ্ঠানে ভিন্ন সুর শোনা গেল সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি গলায়। তিনি বলেন, “একটা প্রশ্ন শুনছি- গণতন্ত্রের তিনস্তম্ভের মধ্যে কোনটা সর্বোত্তম? অনেকে বলেন, সংসদই সর্বোত্তম। কিন্তু আমার মতে সংবিধানই সর্বোত্তম। কারণ গণতন্ত্রের তিনটি স্তম্ভই কাজ করে সংবিধানের অধীনে।”
প্রধান বিচারপতির মতে, সংসদ সংবিধান সংশোধন করতে পারে। কিন্তু তার মূল কাঠামো কোনওভাবেই বদলাতে পারে না। বিচারপতি গাভাই বলন, “ইচ্ছামতো রায় দিতে পারেন না বিচারপতিরা। মর্জি মতো কিছু বলতেও পারেন না। আমাদের প্রত্যেককে সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই কাজ করতে হয়।” কলেজিয়াম সিস্টেম নিয়ে সরকারের সঙ্গে বিচারবিভাগের দীর্ঘদিনের দ্বন্দ্বের মধ্যে প্রধান বিচারপতির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও খবর: দিল্লির সরকারি হাসপাতালে যৌন নির্যাতনের শিকার মহিলার অবশেষে মৃত্যু
–
–
–
–
–
–
–
–
–
–