Wednesday, August 20, 2025

গণতন্ত্রের ৩স্তম্ভের মধ্যে সংবিধানই সর্বোত্তম! কেন বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Date:

গণতন্ত্রের ৩স্তম্ভের মধ্যে সংবিধানই সর্বোত্তম! বিচারব্যবস্থাকে সরিয়ে রেখে সংবিধানের পক্ষে মত দিলেন স্বয়ং সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বি আর গাভাই (B R Gavai)। তাঁর মতে, গণতন্ত্রের তিন স্তম্ভের মধ্যে সংবিধানই সর্বোত্তম, সংসদ নয়।

দেশের দ্বিতীয় দলিত বিচারপতি গাভাই। মাস খানেক আগেই দায়িত্বভার গ্রহণ করেন তিনি। তার পর থেকে অবশ্য গণতন্ত্রের মূল তিনটি স্তম্ভ বিচারব্যবস্থা, আইনসভা এবং কার্যনির্বাহী-কে একই পংক্তিতে রেখে সমন্বয়ের মাধ্যমে কাজ করার কথা বলেন তিনি। জানান, “গণতন্ত্রের তিনটি স্তম্ভই সমান। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অন্যে প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।”

কিন্তু মহারাষ্ট্রের অমরাবতীর এক অনুষ্ঠানে ভিন্ন সুর শোনা গেল সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি গলায়। তিনি বলেন, “একটা প্রশ্ন শুনছি- গণতন্ত্রের তিনস্তম্ভের মধ্যে কোনটা সর্বোত্তম? অনেকে বলেন, সংসদই সর্বোত্তম। কিন্তু আমার মতে সংবিধানই সর্বোত্তম। কারণ গণতন্ত্রের তিনটি স্তম্ভই কাজ করে সংবিধানের অধীনে।”

প্রধান বিচারপতির মতে, সংসদ সংবিধান সংশোধন করতে পারে। কিন্তু তার মূল কাঠামো কোনওভাবেই বদলাতে পারে না। বিচারপতি গাভাই বলন, “ইচ্ছামতো রায় দিতে পারেন না বিচারপতিরা। মর্জি মতো কিছু বলতেও পারেন না। আমাদের প্রত্যেককে সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই কাজ করতে হয়।” কলেজিয়াম সিস্টেম নিয়ে সরকারের সঙ্গে বিচারবিভাগের দীর্ঘদিনের দ্বন্দ্বের মধ্যে প্রধান বিচারপতির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও খবরদিল্লির সরকারি হাসপাতালে যৌন নির্যাতনের শিকার মহিলার অবশেষে মৃত্যু

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version