Tuesday, August 12, 2025

প্রসাদের প্রতিযোগিতা হয় না: বিজেপির প্রসাদ-রাজনীতিকে ধুয়ে দিল তৃণমূল

Date:

বিজেপির প্রসাদ রাজনীতিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। ইতিমধ্যএই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে দিঘার জগন্নাথ দেবের প্রসাদ। সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই কুৎসা শুরু করেছে বিজেপি। এবার পুরীর প্রসাদ আনার কথা ঘোষণা করেন বিরোধী দননেতা শুভেন্দু অধইকারী (Shubhendu Adhikari)। এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, প্রসাদের প্রতিযোগিতা হয় না। আর যদি প্রতিযোগিতা হয়, তাহলে জেনে রাখা ভালো, দিঘার প্রসাদ বিলি হচ্ছে, সেটা জগন্নাথদেবকে নিবেদন করা ক্ষীর দিয়ে তৈরি প্রসাদ। আর যাঁরা পুরী থেকে প্রসাদ এনে বিলি করবেন বলছেন, সেগুলি পুরীর মন্দিরের আশপাশ থেকে কেনা গজা।

দিঘায় তুমুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রথযাত্রার মূল পর্বের প্রস্তুতি। ইতিমধ্যেই রাজ্যজুড়ে জগন্নাথদেবের প্রসাদ বিলি শুরু হয়েছে। সেই নিয়ে সমালোচনা করে বঙ্গ বিজেপির নেতৃত্ব। বাংলাজুড়ে দিঘার মন্দিরের প্রসাদ বিলি নিয়ে উৎসাহী মানুষ। তা দেখে এবার পুরী থেকে প্রসাদ আনাতে চাইছে বিজেপি। বিরোধী দলনেতা বলেন, “পুরী থেকে মহাপ্রসাদ আসছে। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে বিলি করা হবে। পাঁচদিন ধরে পুরীর মহাপ্রসাদ বিলি হবে।”

জগন্নাথদেবকে নিয়েও বিজেপির দিশাহীন রাজনীতির তীব্র সমালোচনা করে তৃণমূল। বিজেপিকে নিশানা করে দলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “পুরীর জগন্নাথদেবকে আমরা সবাই শ্রদ্ধা করি। প্রসাদ নিয়ে প্রতিযোগিতা হয় না।“ এর পরেই তীব্র কটাক্ষ করে কুণাল (Kunal Ghosh) বলেন, “আর যদি প্রতিযোগিতা হয়, তাহলে জেনে রাখা ভালো, দিঘার যে প্রসাদ বিলি করা হচ্ছে, সেটা জগন্নাথদেবকে নিবেদন করা ক্ষীর দিয়ে তৈরি প্রসাদ। আর যাঁরা পুরী থেকে প্রসাদ এনে বিলি করবেন বলছেন, সেগুলি পুরীর মন্দিরের আশপাশ থেকে কেনা গজা।“

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...
Exit mobile version