রেলের রক্ষণাবেক্ষনের অভাব বারবার রেলযাত্রাকে আতঙ্কের করে তুলছে। ফের একবার আগুন আতঙ্ক এক্সপ্রেস ট্রেনে। ট্রেনের চাকায় আগুন লাগার পরে বরাতজোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা।

শুক্রবার আলিপুরদুয়ারে এনজেপি-গামী ক্যাপিটাল এক্সপ্রেসের (Capital Express) চাকায় আগুন লাগে। ব্রেক বাইন্ডিং থেকে ধোঁয়া বের হতে থাকে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। মাঝ লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়তেই ধোঁয়া অনুভব করেন যাত্রীরাও। হইচই পড়ে যায় ট্রেনের ভিতর।

প্রাণ বাঁচাতে দৌড়ে নামার চেষ্টা করেন যাত্রীরা। হুড়োহুড়িতে কয়েকজন যাত্রী আহতও হন। এই ঘটনায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। খবর পাওয়ার অনেক পরে এসে পৌঁছন রেলের আধিকারিকরা। দীর্ঘক্ষণ লাইনের মধ্যে ট্রেন দাঁড়িয়ে থাকায় বাকি ট্রেনগুলিও দেরিতে চলে। সবমিলিয়ে যাত্রীদের ক্ষোভ চরমে ওঠে। এদিনের ঘটনার জন্যও রেলের উদাসীনতাকেই দায়ী করছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, পুরনো রেক ব্যবহার করছে রেল। দুরপাল্লায় পুরনো রেক ব্যবহার করায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে।

–

–

–

–

–

–

–

–
–
–
–