Thursday, August 21, 2025

কাঁঠাল চুরি করতে গিয়ে মগডালে উঠে বিপত্তি! হাসপাতালে ঠাঁই যুবকের

Date:

গাছে কাঁঠাল দেখে গোঁফে তেল দিয়েছিলেন কি না জানা নেই, তবে লোভে পড়ে উঠে পড়েছিলেন ডালে। আর তাতেই বিপত্তি। গাছ থেকে পড়ে যখম বেঙ্গালুরুর (Bengaluru) যুবক। একটি অভিজাত আবাসনে কাঁঠাল চুরি (jackfruit thief) করতে গিয়ে ‘টারজান স্টাইলে’ গাছে উঠে লাফ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট উপর থেকে নীচে পড়ে যান তিনি। মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর (Bengaluru) আলি আসকার রোডের পাশে ‘এমবাসি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স’-এ। বৃহস্পতিবার দুপুর নাগাদ আবাসনের নিরাপত্তারক্ষীরা হঠাৎ দেখতে পান, অচেনা এক যুবক কাঁঠালের গাছে উঠে কাঁঠাল পাড়ার চেষ্টা করছেন। তাঁরা বাধা দিলে ওই যুবক আরও উপরে উঠে যান এবং টারজনের মতো এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, তিনি প্রায় ১০ মিনিট গাছের ডালে ঝুলেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁকে নামানোর ব্যবস্থা শুরু করে। নীচে চাদর ধরার আগেই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। তৎক্ষণাৎ তাঁকে বাউরিং হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম শক্তিভেলু (৩০) এবং তিনি তমিলনাড়ুর বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় ভাষা তিনি বোঝেন না। পুলিশ সন্দেহ করছে, তিনি হয়তো মাদকাসক্ত অথবা মানসিক ভারসাম্যহীন। চুরির উদ্দেশ্যেই তিনি গাছে উঠেছিলেন বলে অভিযোগ। ঘটনার পর সংশ্লিষ্ট আবাসনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আরও পড়ুন : মধুসূদনের বাড়ি পুনরুদ্ধারের চেষ্টা ফিরহাদের, বন্ধ ২০বি কার্ল মার্কস সরণির প্রোমোটিংয়ের কাজ

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version