Sunday, November 9, 2025

পুরীর রথযাত্রায় বড় দুর্ঘটনা, ভিড়ের চাপে আহত ৫০০র বেশি পুণ্যার্থী!

Date:

শ্রীক্ষেত্র পুরীতে রথযাত্রার (Puri Rathayatra Accident) দিন দুর্ঘটনা। লক্ষ লক্ষ ভক্ত সমাগমের মাঝে ভিড়ের ঠেলায় পদপিষ্ট হয়ে যাওয়ার জোগাড়। ভক্তদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি রাজ্যের প্রশাসন। আহত অন্তত ৫০০, যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বলরামের রথ ‘তালধ্বজ’ টেনে নিয়ে যাওয়ার সময়। এরপর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আঙ্গুল উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

প্রত্যেক বছর রথযাত্রার (Rathayatra Celebration) দিন পুরীতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে এটাই চেনা ছবি। সেইমতো আগে থেকে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিল মন্দির কমিটি এবং প্রশাসন। মহাকুম্ভের দুর্ঘটনার কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী, কেন্দ্রীয় বাহিনী, ড্রোন ক্যামেরা ইত্যাদি রাখা হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু তা সত্ত্বেও রথের রশিতে টানের সময় চরম বিশৃঙ্খলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বলরামের রথ টেনে নিয়ে যাওয়ার সময় অসংখ্য হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে রাস্তায় পড়ে যান অন্তত পাঁচশোর বেশি ভক্ত। রীতিমতো পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তার মধ্যে ৮-৯ জনের অবস্থা আশঙ্কাজনক। চলতি বছর প্রথমবার দিঘায় রথযাত্রার আয়োজন করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় মূল মন্দির থেকে সুশৃঙ্খলভাবে মাসির বাড়ি গেল তিন দেবতার রথ। কয়েক লক্ষ মানুষের ভিড়েও কোথাও এতটুকু বিশৃঙ্খলা দেখা গেল না। উপরন্ত নির্বিঘ্নে সকলে রথের রশিও স্পর্শ করতে পেরেছেন। সেখানে এত যুগ ধরে পুরীতে ঐতিহ্যবাহী রথযাত্রা পরিচালনা করেও ভক্তদের উন্মাদনা ও ভিড় সামলাতে ব্যর্থ শ্রীক্ষেত্রের সরকার ও প্রশাসন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version