Saturday, August 23, 2025

ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ দেবে না কেন্দ্র, টাকা দিচ্ছে রাজ্য: বিচার করুন, বাসিন্দাদের বললেন মানস

Date:

ঘাটাল মাস্টার প্ল্যান খাতে কেন্দ্র কোনও টাকাই দেবে না বাংলাকে। বরাবর বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মোদি সরকার। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের সেচ মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া (Manas Bhuniya)। কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী! তাই তারা ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা আটকে রাখছে।

প্রত্যেক বছর নিয়ম করে বর্ষা আসলেই বৃষ্টির জলে প্লাবিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় চাষযোগ্য জমি ও সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট। কিন্তু ঘাটালে তৈরি হোক ‘মাস্টারপ্ল্যান’- দীর্ঘ কয়েক দশকের দাবি। এ নিয়ে কেন্দ্রীয় সরকার ‘মাস্টারপ্ল্যান’ (Master Plan) তৈরির উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত অর্থ বরাদ্দ করছে না, অভিযোগ রাজ্য সরকারের। ইতিমধ্যেই রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। যার মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক কাজ শুরু করার জন্য ৫০০ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে সেচ দফতরকে। সেই মতোই শুরু হয়ে গিয়েছে সুইলি’স গেট বসানোর কাজ।

রাজ্যের সেচমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী। তাই তারা ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা আটকে রাখছে। আর রাজ্যের বিজেপি নেতারা বলছে, ঘাটাল মাস্টার প্ল্যান নাকি আমরা করতে চাইছি না। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে- এমনই অভিযোগ করেন সেচমন্ত্রী। মানস বলেন, ঘাটালের মানুষ সঠিক বিচার করুন, কাদের সঙ্গে আপনারা থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার রাজ্যের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করে কাজ শুরু করে দিয়েছেন“।
আরও খবরঘুরপথে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত! দিল্লিতে সরব তৃণমূল

মানস (Manas Bhuniya) আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, “ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য কোনও টাকা দেওয়া হবে না। এটাই যদি হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী দেড় হাজার কোটি টাকায় ঘাটাল ‘মাস্টার প্ল্যান’ তৈরি করবে। বিভিন্ন প্রকল্পের জন্য ঋণ নিতে গেলে কেন্দ্রীয় অনুমোদন লাগে, সে ক্ষেত্রেও কেন্দ্র সাহায্য করছে না। আমরা তো কাজ করতে চাই, ওরা কাজ করতে দেয় না।“

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version