Sunday, November 2, 2025

পর্যটনের লক্ষ্যে সেরা সাফল্য: জগন্নাথ মন্দির বদলে দিয়েছে দিঘার অর্থনীতি

Date:

বাংলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল দিঘার জগন্নাথ মন্দির (Jagannath temple)। এমনিতেই সমুদ্রের টানে বারেবারে দিঘায় (Digha) ভিড় জমানো বাঙালি জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরে যেন হাতে চাঁদ পেয়েছেন। তাই সপ্তাহান্তের দিঘা এখন স্থান সঙ্কুলান করতে পারছে না পর্যটকদের (tourists)। যার জেরে আমূল বদলে গিয়েছে গোটা দিঘার অর্থনীতিই (economy)।

শুক্রবার থেকে দিঘায় এই প্রথম শুরু হয়েছে রথযাত্রা। দূর-দূরান্ত থেকে মানুষজন আসছেন দিঘায়। আর তাতেই রথের কয়েকদিনে দিঘার অর্থনৈতিক পরিস্থিতির বদল ঘটবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে হাজার ছুঁই-ছুঁই হোটেল। প্রত্যেকদিনই সমস্ত হোটেলগুলি পর্যটকে (tourists) পরিপূর্ণ থাকে। তবে রথের (Rathyatra) এই কয়েকদিনের জন্য আগাম সমস্ত হোটেল বুক হয়ে গিয়েছে। হোটেল মালিক প্রমোতোষ ঘোড়াই জানান, রথের জন্য আগে থেকেই অনেক পর্যটক বুকিং করে নিয়েছেন। এখন আমাদের হোটেলে আগামী এক সপ্তাহ কোনও রুম ফাঁকা নেই।

দিঘায় এই ধরনের অনুষ্ঠানে অর্থনৈতিক পরিকাঠামো অনেক উন্নত হবে। ইতিমধ্যে রথযাত্রাকে কেন্দ্র করে রাস্তার ধারে ধারে বসেছে বিভিন্ন ধরনের দোকান। চারা গাছের পাশাপাশি বসেছে ধর্মীয় উপকরণের দোকান। তাতে মানুষ রথ দেখার পাশাপাশি কেনাকাটাও করছেন। পুতুল বিক্রেতা রামপদ দাস বলেন, রথের (Rathyatra) জন্য এই দোকান নিয়ে এসেছি। সকাল থেকে ভালই মানুষ এসেছেন। বিক্রিবাট্টা ভাল চলছে। এরকম চললে ব্যবসায়ীদের ভালই হবে।

ইতিমধ্যে হোটেলে (hotels) কালোবাজারি রুখতে নয়া ফরমান জারি করেছে জেলা প্রশাসন। তাতে ন্যায্য মূল্য নিতে বাধ্য হচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। তাতে আরও মানুষ ভিড় জমাচ্ছেন সৈকত শহরে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের (DSHA) যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, রথের সময় বিভিন্ন হোটেলে ভালই বুকিং রয়েছে। পর্যটক এলে ব্যবসায়ীদের অর্থনীতি আরও চাঙ্গা হবে। রথযাত্রার (Rathyatra) জন্য যেভাবে পর্যটক আছেন তা ব্যবসার একটি ভাল দিক।

পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি ব্লকের মানুষের রুজি-রুটি এই দিঘার পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। জগন্নাথ মন্দির এবং রথের টানে পর্যটকদের আগমনে অর্থনৈতিক পরিকাঠামো উন্নত হবে তাঁদেরও। বদলে যাবে আশেপাশের পরিস্থিতি। ফলে দিঘার অর্থনীতি (economy) যে আগামী দিনে বদলাতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version