শনিবার ভোরে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন (Arakkonam-Katpadi MEMU Passenger Train)। তামিলনাড়ুর (Tamil nadu) চিত্তেরির কাছে লাইনচ্যুত হয়ে গেল ট্রেন,। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। এই ঘটনায় লাইনের একাংশ ভেঙে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার ভোরের দিকে চিত্তেরি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। আচমকা বিকট শব্দ হয়। পাইলট তড়িঘড়ি ট্রেন থামাতে গেলে ট্র্যাক থেকে সরে যায় রেলগাড়ির চাকা! লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ইঞ্জিনিয়াররা মেরামতির কাজ শুরু করেছেন। তবে পরিষেবা কতক্ষনে স্বাভাবিক হবে তা কষ্ট নয়। এই দুর্ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রেলের পরিষেবা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–