Monday, November 3, 2025

একের পর এক নাম প্রস্তাব। এবার সরাসরি দিল্লির দরবারে বিজেপির বঙ্গ নেতারা। তিন লবিতে বিভক্ত বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে প্রবল দড়ি টানাটানি শুভেন্দু (Suvendu Adhikary), সুকান্ত (Sukanta Majumder) আর আরএসএস-এর (RSS) মধ্যে। নিজেরা পদ পাবেন না জেনেই ‘নিজের লোক’ নিয়ে তদ্বির দিল্লিতে।

এক ব্যক্তি এক পদ নীতি থেকে কবেই সরে আসতে বাধ্য হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিধানসভা নির্বাচনের আগে যোগ্য ব্যক্তির হাতে দলের রাশ তুলে না দিলে যে নির্বাচনে আসন সংখ্যা ৫০-এর নিচে নেমে যাবে তা দলের অভ্যন্তরীণ সমীক্ষায় স্পষ্ট। তাই নতুন রাজ্য সভাপতি (state president) নির্বাচন আবশ্যিক। কিন্তু সেই পদে কে?

রাজ্য সভাপতি (state president) হওয়ার আশা নেই বুঝে নিজের লোক অগ্নিমিত্রাকে (Agnimitra Paul) নিয়ে দিল্লিতে দরবারে শুভেন্দু (Suvendu Adhikary)। মহিলা বিধায়ক হওয়ার সুবাদে অগ্নিমিত্রার রাজ্য সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বসেই শুভেন্দু তাঁকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। আদতে পিছন থেকে সভাপতিত্ব চালাবেন শুভেন্দুই উদ্দেশ্যটা ছিল তাই।

প্রায় একই উদ্দেশ্যে নিজের লোক জ্যোতির্ময় সিং মাহাতোর (Jyotirmoy Singh Mahata) নাম প্রস্তাব করেছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তার আমলে বাংলায় বিজেপির যে নিম্নগতি তাতে তাঁকে যে আর দল রাজ্য সভাপতি পদে রাখবে না সেটা কার্যত তিনি বুঝেই গিয়েছেন। তাই নিজের দল ভারি রাখতে সাংসদ জ্যোতির্ময়ের নাম প্রস্তাব করেন তিনি।

বিজেপির এই দুইজন নেতার পাশাপাশি রয়েছে আরএসএস (RSS)। প্রস্তাব রয়েছে রাজ্য সভাপতি নির্বাচনের জন্য আরএসএস-এর দাবি রাজ্য সভাপতি হতে হবে সংঘের সদস্যকে। সেক্ষেত্রে তাদের পছন্দ শমিক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। যদিও একাধিক অভিযোগ রয়েছে শমিকের বিরুদ্ধে দলের অন্দরেই। সেক্ষেত্রে আরএসএস-এর চাপ থাকলেও ভট্টাচার্যের রাজ্য সভাপতি পদে আসা অনেকটাই অসম্ভব হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে সুকান্ত শুভেন্দু লবির মধ্যেই রাজ্য সভাপতির লড়াই জারি, খবর বিজেপির অন্দরমহলের।

Related articles

নাবালকদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান! খারিজ সুপ্রিম কোর্টে

সোশ্যাল মিডিয়া দেখবে কী নাবালকরা? এক শ্রেণির দেশবাসী প্রশ্ন তোলেন, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ার (social...

এবারের ফোকাল ‘থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, থাকছে ময়দান বইমেলার দুর্লভ ছবির প্রদর্শনী: ঘোষণা গিল্ডের

৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata Book Fair 2026) বড় চমক। ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২০ বছর ময়দানে...

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব

দীর্ঘদিন পরে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য (Chirenjit Bhattacharya)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য...

যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে! মৃত ১২, আহত ৫০

রাজস্থানের যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে (Jodhpur in Rajsthan)! ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জয়পুরের হারমাদা...
Exit mobile version