Sunday, November 9, 2025

দীঘার মডেলে সাজছে কোন্নগরের গঙ্গাপার, গড়ে উঠছে পর্যটন কেন্দ্র

Date:

দীঘার মডেলে সাজছে কোন্নগরের গঙ্গাপার, গড়ে উঠছে পর্যটন কেন্দ্র

দীঘার মডেলকে সামনে রেখে কোন্নগরের (Konnagar) গঙ্গার পাড়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে কোন্নগর পুরসভা। রাজ্যের পরিবহন দফতরের সহায়তায় এই নতুন প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফেরিঘাটকে কেন্দ্র করে পরিকল্পিত এই প্রকল্পে থাকবে আধুনিক কাফেটেরিয়া, সৌন্দর্যায়িত গঙ্গাপাড় এবং গঙ্গার পাশ দিয়ে সুসজ্জিত হাঁটার পথ, যা পর্যটকদের নিয়ে যাবে কোন্নগরের ঐতিহ্যবাহী দুই স্থানে—অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ও বারো মন্দির। পুরসভা সূত্রে জানা গেছে, এই প্রকল্পের পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সবুজ সংকেতও পাওয়া গেছে। কাজ শুরুর জন্য এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি।

কোন্নগর (Konnagar) পুরসভার পুরপ্রধান স্বপন দাস জানান, “আমরা সব সময় চেয়েছি কোন্নগরকে আরও উন্নত করতে। ইতিমধ্যেই শহরের অনেক উন্নয়ন হয়েছে। এবার পরিবহন দফতরের সহযোগিতায় গঙ্গাকেন্দ্রিক একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দিঘার মডেল অনুসরণ করে এই প্রকল্প বাস্তবায়িত হবে। গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে ফেরিঘাট থেকে হাঁটতে হাঁটতে পর্যটকরা পৌঁছে যেতে পারবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে ও বারো মন্দিরে।”

জানা গেছে, গঙ্গার পাড়ে বসার জন্য কাফেটেরিয়া এবং আলো-সজ্জিত করা হবে। একইসাথে একটি বহুতল নির্মাণের পরিকল্পনা রয়েছে যেখানে থাকবে রেস্তোরাঁ, কাফেটেরিয়া ও পর্যটকদের জন্য বিশ্রামাগার। সবমিলিয়ে প্রকল্পটি কোন্নগর শহরকে এক নতুন রূপ দেবে। পুরসভা আরও জানিয়েছে, পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী প্রকল্পের পরিকল্পনা দেখে অনুমোদন দিয়েছেন এবং পরিবহন দপ্তরের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। রাজ্যজুড়ে বিভিন্ন জনপ্রিয় ফেরিঘাটকে আধুনিক ও পর্যটনমুখী করে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই কোন্নগরের এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই কোন্নগর পুরসভা হেরিটেজ সংরক্ষণ ও শহরের ঐতিহ্য পুনরুদ্ধারে নানা প্রকল্প রূপায়ণ করেছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা মিউজিয়োলজিক্যাল উদ্যোগ ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। শহরের সৌন্দর্যায়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ঐতিহ্য রক্ষায় পুরসভার ভূমিকা প্রশংসনীয় বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version