Wednesday, August 20, 2025

SFI-এর সর্বভারতীয় সম্পাদক সৃজন: নির্বাচনের আগে রাজ্যে সংগঠনে জোর বামেদের

Date:

রাজ্যস্তরে আর আবদ্ধ থাকলেন না সৃজন ভট্টাচার্য। দায়িত্ব বাড়ল সিপিএমের তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা সৃজন ভট্টাচার্যের। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে উন্নীত হলেন সৃজন। রবিবার কেরলের কোঝিকোড়ে এসএফআইয়ের সম্মেলন থেকে সংগঠনে রদবদল হয়ে সংগঠনের সভাপতি হয়েছেন কেরলের আদর্শ এম সাজি। কেরলের কোঝিকোড়ে এদিন আয়োজিত হয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর সর্বভারতীয় ১৮ তম সম্মেলন আর সেখানেই সৃজনের কাঁধে এল গুরুদায়িত্ব। ২৭ তারিখ, শুক্রবার থেকে শুরু হয়েছিল এই শীর্ষ সম্মেলন এবং চলবে আগামিকাল পর্যন্ত।

যাদবপুরের বাসিন্দা সৃজন ভট্টাচার্যের রাজনৈতিক কেরিয়ার বরাবর সৃজনশীল। সংগঠনে দক্ষতার পরিচয় তিনি আগেই দিয়েছিলেন। বাম রাজনীতিতে সুবক্তা হিসেবে বেশ জনপ্রিয় ৩২ বছরের সৃজন। বিধানসভা, লোকসভা নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতাও হয়েছে তাঁর। এসএফআই-এর রাজ্য সম্পাদক পদে কয়েক বছর ছিলেন সৃজন ভট্টাচার্য। বয়সের কারণে সেই পদ ছাড়তে হয়। সংগঠনের সঙ্গে বরাবরই জড়িত থাকায় এবার সর্বভারতীয় স্তরে উত্তরণ ঘটল তাঁর। আগে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন ময়ুখরঞ্জন বিশ্বাস। সৃজনের এই মুহূর্তে বয়স ৩২ বছর। তাই তিনি এখন তিনবছর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। নতুন সভাপতি হয়েছেন আদর্শ এম সাজি। তিনি কেরলের ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। সবমিলিয়ে জাতীয় স্তরে রাজনৈতিক পরিসরে বাঙালির জয়জয়কার।

প্রসঙ্গত, ডিওয়াইএফআইয়ের ২০ তম রাজ্য সম্মেলনে মীনাক্ষীর জায়গায় নিয়ে আসা হয়েছে নতুন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহাকে। এর আগে সিপিএমের যুব সংগঠনের সভাপতি পদ সামলে ছিলেন ধ্রুবজ্যোতি। মীনাক্ষী কেন্দ্রীয় কমিটিতে যেতেই DYFI-এর শীর্ষ পদ থেকে তাঁকে সরিয়ে নিয়ে আসা হল ধ্রুবজ্যোতিকে। তাঁর পদে আনা হয়েছে অয়নাংশু সরকারকে।

আরও পড়ুন – ১০০ দিনের কাজের দুর্নীতিতে কড়া হাই কোর্ট, তদন্তে মালদার পুলিশ সুপারকে নির্দেশ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version