Tuesday, November 4, 2025

ধর্ষণের অভিযোগ: কার্তিক মহারাজকে থানায় হাজিরা দেওয়ার নোটিশ দিল পুলিশ

Date:

বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ। এবার আইনি নোটিশ দিয়ে থানায় হাজিরার নির্দেশ দিল মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানার পুলিশ (Police)। মঙ্গলবার, সকাল ১০ টায় কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় FIR করেন এক মহিলা। অভিযোগ, চাকরির টোপ দিয়ে তাঁকে লাগাতার ধর্ষণ করেন কার্তিক মহারাজ। ২০১৩ সালে কার্তিক মহারাজ কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে মুর্শিদাবাদের চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য একটি ঘরও দেওয়া হয়। সেখানেই এক রাতে আচমকাই কার্তিক মহারাজ হাজির হয়ে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। চাকরি বাঁচাতে তিনি বাধ্য হন বলে জানান অভিযোগকারিণী। তাঁর অভিযোগ, তার পর থেকে লাগাতার তাঁর উপর শারীরিক অত্যাচার চালান অভিযুক্ত। এমনকী, নির্যাতিতা সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাত করানো হয়।
আরও খবরঅপরাধীদের সর্বোচ্চ শাস্তি-নির্যাতিতার ন্যায়বিচারের ব্যবস্থা হবে: কসবা-কাণ্ডে পোস্ট কলকাতা পুলিশের

সেই অভিযোগের ভিত্তিতে এদিন ভারত সেবাশ্রম সঙ্ঘ কর্তৃপক্ষের হাতে আইনি নোটিশ ধরায় বেলডাঙা থানার পুলিশ। কার্তিক মহারাজের (Kartik Maharaj) পদ্মশ্রী কেড়ে দেওয়ার দাবি জানান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর কথায়, মহারাজের আরও কুকীর্তি আছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version