Saturday, November 1, 2025

সল্টলেকে সরকারি আবাসনের নীচে লরেটোর ছাত্রীর দেহ উদ্ধার

Date:

সল্টলেকে আবাসনের নীচ থেকে অদ্রিজা সেন নামের এক ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য। ১৩ বছরের অদ্রিজা ধর্মতলা লরেটোর সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল। ২৯ জুন সল্টলেকের বিসি ব্লকের সরকারি বিচিত্রা আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উত্তর বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল সেটা এখনও পরিবারের কাছে স্পষ্ট নয়।

অদ্রিজার বাবা সুব্রত সেন জেলা বিদ্যালয়ের প্রাক্তন পরিদর্শক। মা চন্দনা সেন লবণহ্রদ বিদ্যাপীঠে বিজ্ঞানের শিক্ষিকা। মেয়েটির বাবা এই বিষয়ে জানান ২৯ জুন রাত ৮টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। মেয়েকে মুড়ি, চানাচুর, সিঙারা খেতে দিয়ে কিছুক্ষণের জন্য বেরিয়েছিলেন। ৮টা ৪০ নাগাদ ফিরে এসে দেখেন মেয়ে বাড়ির নীচে পড়ে আছে। যন্ত্রণায় ছটফট করছে মেয়েটি। কিন্তু সেটা ছাদ থেকে পড়ে গিয়ে নাকি ব্যালকনি থেকে সেই বিষয়ে কেউই বলতে পারে নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে একেবারেই নারাজ অদ্রিজার বাবা। মেয়ের কোনও মানসিক অবসাদ ছিল বলেও তিনি জানান নি।

সোমবার দেহের ময়নাতদন্ত হয় আরজিকর হাসপাতালে তবে প্রাথমিক রিপোর্ট হাতে আসেনি। এই ঘটনার তদন্তে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। মেয়েটির ফোন সিজ় করা হয়েছে এবং মৃতের একটি ডায়েরিও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

Related articles

উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণে শুকনো আবহাওয়া শনিতে!

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে অনেকটাই। শুক্রবার এরপর শনিবার সকাল থেকেও দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির (Rain) দেখা মেলেনি। রবিবার থেকে...

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং...

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...
Exit mobile version