Thursday, August 28, 2025

৩১ বলে ৮৬ রান! চোদ্দ বছরের বৈভবকে সামলাতে নাকানি চোবানি ইংরেজ বোলারদের

Date:

টিম ইন্ডিয়ার কাছে দিশেহারা ব্রিটিশ ক্রিকেট প্লেয়াররা (England Cricket Team)। একদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India’s Women Cricket Team) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে, অন্যদিকে এজবাস্টনে শুভমনের (Shubman Gill) পরিণত ব্যাটিং দক্ষতার সেঞ্চুরিপূর্ণ ইনিংস রাতের ঘুম উড়িয়েছে স্টোকসদের।

এবার তার সঙ্গে আবার জুড়ে গেল ১৪ বছরের ছেলেটার নাম। আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের তারকা যে বাস্তবিক অর্থেই সূর্যবংশীয় সেটা ইংল্যান্ডের মাটিতে তাঁর ব্যাটিং দাপট দেখে ফের প্রমাণিত হল। ব্রিটিশ ভূমিতে দুরন্ত ছন্দে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। প্রথম দুটি ম্যাচে ভাল শুরু করেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বুধবার নর্দাম্পটনে তৃতীয় ম্যাচেও ঝোড়ো ব্যাটিং করে মাত্র ৩১ বলে ৮৬ রান করে কার্যত তাক লাগিয়ে দিলেন ক্রিকেট বিশ্বকে।

বৃষ্টির কারণে এই ম্যাচে ওভারের সংখ্যা কমিয়ে ৪০ করা হয়েছে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৬৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দলের জার্সি গায়ে সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ২০ বলে তার অর্ধশতরান পূরণ করে ফেলেন। অধিনায়ক অভিজ্ঞান কুণ্ডু ওইভাবে সঙ্গে ওপেন করলেও মাত্র ১২ রানে তাঁকে ফিরতে হয় ড্রেসিংরুমে। তবে সূর্যবংশী ইংল্যান্ডের (England) সব বোলারদের বিরুদ্ধে মারমুখী মেজাজে ব্যাট করে মন জিতেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের। ৬টি চার এবং ৯টি ওভার বাউন্ডারি মেরে যেভাবে মাত্র ৩১ বলে ৮৬ রান করেছেন তাতে দিশেহারা ইংল্যান্ডের বোলিং লাইন আপ। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে জোর চর্চা বৈভব সূর্যবংশীকে নিয়ে।

 

Related articles

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...
Exit mobile version