Thursday, July 3, 2025

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল নববধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদে। মৃত যুবকের নাম প্রিয়াংশু সিং (২৫)। তিনি বেসরকারি সংস্থার কর্মচারী ছিলেন। মাস দেড়েক আগে তাঁর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় গুঞ্জা দেবীর (২০)। পুলিশ জানিয়েছে, গত ২৫ জুন সকালে বোনের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন প্রিয়াংশু। নবীননগর স্টেশনে নেমে স্ত্রীকে ফোনে করেন তিনি। এর পরেই স্টেশন থেকে বাইকে করে তাঁকে নিতে আসেন এক ব্যক্তি। মাঝপথে প্রিয়াংশুকে গুলি করে খুন করে ভাড়াটে শুটার। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ SIT গঠন করে। পুলিশ জানতে পারে, প্রিয়াংশুর স্ত্রী গুঞ্জা দেবী তাঁর কাকা জীবন সিংয়ের (৫৫) সঙ্গে গত ১৫ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন। পারিবারিক চাপে পড়ে গুঞ্জার বিয়ে হলেও, বিয়ের পরও কাকার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চেয়েছিল সে। সেই পথে প্রধান বাধা হয়ে ওঠেন স্বামী প্রিয়াংশু।

তদন্তে পুলিশ গুঞ্জা দেবীর কথাতে অসঙ্গতি দেখে তাঁর ফোনের কল রেকর্ড দেখে জানতে পারে ওই তরুণী তাঁর কাকার সঙ্গে ফোন অনেকক্ষণ ধরে রোজ কথা বলতো। কাকার ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা যায়, দুই শুটারের সঙ্গে তিনিই কথা বলেন। অভিযোগ, কাকার সঙ্গে মিলে ভাড়াটে খুনি (Contract killer) দিয়ে স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে গুঞ্জাই। ওই খুনিরাই বাইকে করে প্রিয়াংশুকে নিয়ে গিয়ে রাস্তার মাঝে গুলি চালায়। এই ঘটনায় ইতিমধ্যেই গুঞ্জা দেবী এবং দুই পেশাদার শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে মূলচক্রী জীবন সিং। তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আরও পড়ুন : মাওবাদীদের হাতে খুন গ্রামবাসী! অধরা অভিযুক্তরা

Related articles

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...
Exit mobile version