Wednesday, August 20, 2025

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল নববধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদে। মৃত যুবকের নাম প্রিয়াংশু সিং (২৫)। তিনি বেসরকারি সংস্থার কর্মচারী ছিলেন। মাস দেড়েক আগে তাঁর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় গুঞ্জা দেবীর (২০)। পুলিশ জানিয়েছে, গত ২৫ জুন সকালে বোনের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন প্রিয়াংশু। নবীননগর স্টেশনে নেমে স্ত্রীকে ফোনে করেন তিনি। এর পরেই স্টেশন থেকে বাইকে করে তাঁকে নিতে আসেন এক ব্যক্তি। মাঝপথে প্রিয়াংশুকে গুলি করে খুন করে ভাড়াটে শুটার। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ SIT গঠন করে। পুলিশ জানতে পারে, প্রিয়াংশুর স্ত্রী গুঞ্জা দেবী তাঁর কাকা জীবন সিংয়ের (৫৫) সঙ্গে গত ১৫ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন। পারিবারিক চাপে পড়ে গুঞ্জার বিয়ে হলেও, বিয়ের পরও কাকার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চেয়েছিল সে। সেই পথে প্রধান বাধা হয়ে ওঠেন স্বামী প্রিয়াংশু।

তদন্তে পুলিশ গুঞ্জা দেবীর কথাতে অসঙ্গতি দেখে তাঁর ফোনের কল রেকর্ড দেখে জানতে পারে ওই তরুণী তাঁর কাকার সঙ্গে ফোন অনেকক্ষণ ধরে রোজ কথা বলতো। কাকার ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা যায়, দুই শুটারের সঙ্গে তিনিই কথা বলেন। অভিযোগ, কাকার সঙ্গে মিলে ভাড়াটে খুনি (Contract killer) দিয়ে স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে গুঞ্জাই। ওই খুনিরাই বাইকে করে প্রিয়াংশুকে নিয়ে গিয়ে রাস্তার মাঝে গুলি চালায়। এই ঘটনায় ইতিমধ্যেই গুঞ্জা দেবী এবং দুই পেশাদার শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে মূলচক্রী জীবন সিং। তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আরও পড়ুন : মাওবাদীদের হাতে খুন গ্রামবাসী! অধরা অভিযুক্তরা

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version