Sunday, November 2, 2025

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

Date:

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল নববধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদে। মৃত যুবকের নাম প্রিয়াংশু সিং (২৫)। তিনি বেসরকারি সংস্থার কর্মচারী ছিলেন। মাস দেড়েক আগে তাঁর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় গুঞ্জা দেবীর (২০)। পুলিশ জানিয়েছে, গত ২৫ জুন সকালে বোনের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন প্রিয়াংশু। নবীননগর স্টেশনে নেমে স্ত্রীকে ফোনে করেন তিনি। এর পরেই স্টেশন থেকে বাইকে করে তাঁকে নিতে আসেন এক ব্যক্তি। মাঝপথে প্রিয়াংশুকে গুলি করে খুন করে ভাড়াটে শুটার। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ SIT গঠন করে। পুলিশ জানতে পারে, প্রিয়াংশুর স্ত্রী গুঞ্জা দেবী তাঁর কাকা জীবন সিংয়ের (৫৫) সঙ্গে গত ১৫ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন। পারিবারিক চাপে পড়ে গুঞ্জার বিয়ে হলেও, বিয়ের পরও কাকার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চেয়েছিল সে। সেই পথে প্রধান বাধা হয়ে ওঠেন স্বামী প্রিয়াংশু।

তদন্তে পুলিশ গুঞ্জা দেবীর কথাতে অসঙ্গতি দেখে তাঁর ফোনের কল রেকর্ড দেখে জানতে পারে ওই তরুণী তাঁর কাকার সঙ্গে ফোন অনেকক্ষণ ধরে রোজ কথা বলতো। কাকার ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা যায়, দুই শুটারের সঙ্গে তিনিই কথা বলেন। অভিযোগ, কাকার সঙ্গে মিলে ভাড়াটে খুনি (Contract killer) দিয়ে স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে গুঞ্জাই। ওই খুনিরাই বাইকে করে প্রিয়াংশুকে নিয়ে গিয়ে রাস্তার মাঝে গুলি চালায়। এই ঘটনায় ইতিমধ্যেই গুঞ্জা দেবী এবং দুই পেশাদার শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে মূলচক্রী জীবন সিং। তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আরও পড়ুন : মাওবাদীদের হাতে খুন গ্রামবাসী! অধরা অভিযুক্তরা

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version